নবমীতে প্রবল বৃষ্টি, নিম্নচাপে ভেস্তে যাবে দশমীও? দুর্গাপুজো কার্নিভালের দিন কেমন থাকবে আবহাওয়া? বড় আপডেট দিল হাওয়া অফিস
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
- Written by:BISWAJIT SAHA
Last Updated:
এই প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, যেমন পূর্বাভাস দেওয়া হয়েছে গতকাল সন্ধ্যায় নিম্নচাপ তৈরি হয়েছে। ওই নিম্নচাপ মূলত মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। আজকের মধ্যে তা গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।
advertisement
1/5

দুর্গাপুজোর নবমী থেকেই মুখভার আকাশের। মাঝে মধ্যেই নামছে বৃষ্টি। আর এরফলেই সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগছে দশমীতেও কী ভাসবে গোটা বাংলা? কার্নিভালের দিন কী হবে?
advertisement
2/5
এই প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, যেমন পূর্বাভাস দেওয়া হয়েছে গতকাল সন্ধ্যায় নিম্নচাপ তৈরি হয়েছে। ওই নিম্নচাপ মূলত মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। আজকের মধ্যে তা গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।
advertisement
3/5
এর অভিমুখ থাকবে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। যার ফলে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় দমকা হাওয়া বৃষ্টি সতর্কতা রয়েছে।
advertisement
4/5
মৎস্যজীবীদের আজ থেকে তিন তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে মানা করা হয়েছে। আগামী তিনদিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। এছাড়া বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া বাঁকুড়া তেও ভারী বৃষ্টি সতর্কতা।
advertisement
5/5
চার এবং পাঁচ তারিখে বৃষ্টিপাত হবে কিন্তু পরিমাণ কমবে। উত্তরবঙ্গে আলিপুরদুয়ার জলপাইগুড়ি এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে এক দুদিন দেরিতে শুরু হবে প্রভাব। কলকাতায় আজ থেকেই বৃষ্টিপাত আজ থেকে বৃষ্টিপাত আগামীকাল থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ৩ তারিখ পর্যন্ত।