চাকরিহারা সংগঠন ‘যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী ২০১৬ ঐক্যমঞ্চ’ রবিবার জানিয়েছিল, সোমবার তাঁদের সদস্যেরা বাসে করে দিল্লির উদ্দেশে রওনা দেবেন৷ যাওয়ার পথে যে সমস্ত রাজ্য পড়বে, সেখানেই তাঁদের দুর্দশার কথা জানিয়ে লিফলেট বিলি করবেন তাঁরা৷
সেই অনুযায়ী, গত সোমবার দুপুরেই ধর্মতলায় ওয়াই চ্যানেল থেকে বাসে চেপে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিলেন প্রায় ৬০ জন চাকরিহারা। ইতিমধ্যেই তাঁরা পৌঁছে গিয়েছেন দিল্লি৷ আজ, বুধবার থেকে দিল্লির যন্তরমন্তরে চাকরি হারানোর প্রতিবাদে ধর্নায় বসবেন তাঁরা। দুপুর ১২টা থেকে অবস্থান শুরু।
advertisement
আরও পড়ুন: বন্ধ ইন্টারনেট, এটিএম খালি! হাতে টাকা না থাকায় নাজেহাল ধুলিয়ানের মানুষ, মুর্শিদাবাদে জারি ১৬৩ ধারা
আগামিকাল, অর্থাৎ, ১৭ এপ্রিল চাকরিহারাদের একাংশ ওয়াই চ্যানেল থেকে সরকারি কর্মীদের ব্যাজ প্রদান করবেন। সেই ব্যাজ পরে তাঁদের কর্মস্থলে কাজ করার অনুরোধ করবেন। আন্দোলনকারীরা নিজেরাও সেই ব্যাজ পরে আন্দোলন করবেন।
২২ এপ্রিল, রাজভবন অভিযান। দুপুর ১২টা নাগাদ মিছিল হবে শিয়ালদহ থেকে। রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়ে তাঁরা রাজ্যপালের দ্বারস্থ হবেন।
২৩ ও ২৮ এপ্রিল, রাস্তায় রাস্তায় পথসভা করবেন চাকরিহারারা।
আরও পড়ুন: আবারও ভূমিকম্প! এবারেও কেঁপে উঠল দিল্লি-এনসিআর, পড়শি দেশেই কেন্দ্র ভূকম্পের, মাত্রা ৫.৬
১ থেকে ৭ মে, ওয়াই চ্যানেলে চাকরিহারারা রিলে অনশন করবেন।
শুধু তাই নয়, এই একগুচ্ছ কর্মসূচির পরেও যদি কোনও ইতিবাচক প্রতিক্রিয়া না আসে, তাহলে আমরণ অনশনে বসবেন বলেও জানানো হয়েছে মঞ্চের তরফে।