আরও পড়ুনঃ ভুতুড়ে ভোটার খুঁজতে নজরে সাইবার ক্যাফে! কলকাতা-সহ কোন কোন জেলা কমিশনের স্ক্যানারে?
২০২২ প্রাথমিক টেট পাস চাকরিপ্রার্থী আন্দোলন শুরু করার আগেই পুলিশের ধর পাকর। মেট্রো স্টেশন থেকে বের হতেই তাদের বাসে তুলে তুলে দেওয়া হল। যাতে মিছিল শুরুই না করতে পারেন তার জন্য একেবারে প্রস্তুত। রাফ নামানো হয়েছে। মেট্রোরর বাইরে পুলিশের অপেক্ষা। কিন্তু ভিতরে অন্য ছবি। কার্যত গর্জনে কেঁপে উঠছে ভিতর। চাকরির প্রার্থীরা ভিতরেই তুলছে স্লোগান।
advertisement
বিকাশ ভবনের সামনে লোকজন যখন কথা বলতে এসেছিল সেই সময় একজনকে জোর করে পুলিশ আটক করেন সেই নিয়ে ব্যাপক ঝামেলা হয়। বেশ কয়েকজন চাকরিপ্রার্থী অসুস্থ হয়ে পড়েন। রাস্তায় লুটিয়ে পড়েন তাঁরা। আন্দোলনকারীদের দাবি, এতগুলো বছর ধরে তাঁরা অপেক্ষা করছেন। কিন্তু এখনও পর্যন্ত নিয়োগ প্রক্রিয়াই শুরু হয়নি। করুণাময়ীতে এই মুহূর্তে হাজার হাজার চাকরিপ্রার্থীর ভিড়। এখনও আটক ৩০০জন।