TRENDING:

EXCLUSIVE: এসএসসি মেধাতালিকা তথ্যে নয়া চাঞ্চল্য 

Last Updated:

এসএসসি-র বিভিন্ন নিয়োগে বারবার অভিযোগ এসেছে হাইজাম্প ফর্মুলা মেনে চাকরির ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অর্ণব হাজরা, কলকাতা: এসএসসি মেধাতালিকা তথ্যে নয়া বিতর্কের রসদ। নবম-দশম শ্রেনীর শিক্ষক নিয়োগের সম্পূর্ণ মেধাতালিকা প্রকাশের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নম্বর বিভাজন-সহ সেই মেধাতালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হয়। চূড়ান্ত মেধাতালিকা এবং অপেক্ষমান মেধাতালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। সেই মেধাতালিকা বিচারপতি গঙ্গোপাধ্যায় বেঞ্চে পেশ হতেই নতুন অভিযোগ আসে।
এসএসসি মেধাতালিকা তথ্যে নয়া চাঞ্চল্য 
এসএসসি মেধাতালিকা তথ্যে নয়া চাঞ্চল্য 
advertisement

শিউলি খাতুন মামলায় একক বেঞ্চে অভিযোগ করা হয় একাধিক বিষয়ে নিয়ম ভেঙে মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। শিউলি আইনজীবী ফিরদৌস সামিম জানান, তথ্যের অধিকার আইনে আমার এক মক্কেল জানতে পারে তাঁর ইন্টারভিউ প্রাপ্ত নম্বর ৮। আর মেধাতালিকা প্রকাশ হতে সেই ইন্টারভিউ নম্বর দেখানো হয় ৭.৫। ইতিহাসে নির্দিষ্ট অভিযোগ রয়েছে, ১৯৫ জনকে চাকরির জন্য তালিকা মেনে ডাকার কথা সেখানে ডাকা হয়েছে ২৫৫ জনকে। অতিরিক্ত ৬০ জনকে ডাকার পিছনে কোনও কারণ থাকতেই পারে। এই বিষয় গুলি হলফনামা আকারে কমিশনকে জানাতে নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই হলফনামা ইতিমধ্যেই সামনে এসেছে। সেখানেই স্পষ্ট মেধা তালিকায় অতিরিক্ত ৬০ জনকে ডাকার কথা।

advertisement

আরও পড়ুন- সারদার সাঁতরাগাছি মামলাতেও ছাড় পেলেন কুণাল ঘোষ

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

৭.৫ ইন্টারভিউ নম্বর রাউন্ড অফ নিয়মে ৮ হওয়ার যুক্তি কমিশনের। ৯ সেপ্টেম্বর মামলার শুনানি। মেধাতালিকা নিয়ে এমন হলফনামা নতুন বিতর্ক সামনে আনতে পারে। এসএসসি নিয়োগ সুপারিশ নিয়ে বারবার প্রশ্ন তুলেছে আদালত। নবম-দশম শ্রেনীর শিক্ষক নিয়োগ দুর্নীতি অভিযোগে ৮ বার সিবিআই তদন্তের নির্দেশ দিতে হয়েছে হাইকোর্ট-কে। বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করা হলেও কোনও সুবিধা করতে পারেনি কমিশন। একক বেঞ্চের হাত আরও শক্ত করে দিয়েছে বিচারপতি সুব্রত তালুকদার ডিভিশন বেঞ্চ। সোমা সিনহা মামলাতেও অনুরূপ অভিযোগ আসে আদালতের সামনে। এসএসসি বিভিন্ন নিয়োগে বারবার অভিযোগ এসেছে হাইজাম্প ফর্মুলা মেনে চাকরির। মেধাতালিকার বাইরে থেকে নিয়োগেরও অভিযোগ ছিল। মন্ত্রী পরেশ অধিকারী কন্যা অঙ্কিতা অধিকারী কোনও ইন্টারভিউ না দিয়েই চাকরি পেয়েছেন বলে তাঁর চাকরি বাতিল করে আদালত।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
EXCLUSIVE: এসএসসি মেধাতালিকা তথ্যে নয়া চাঞ্চল্য 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল