পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরি-হারা ঐক্যমঞ্চের আহ্বায়ক দেবাশিস বিশ্বাস জানান, যেমন করে আরজি করের ক্ষেত্রে গণ আন্দোলন হয়েছিল, তেমনই এই নবান্ন অভিযানে মানুষ পাশে দাঁড়াক। শান্তিপূর্ণ আন্দোলন হবে। কোনও দলীয় পতাকা ছাড়া সবাইকে আন্দোলনে আসার আহ্বান জানানো হয়েছে। সরকারের কাছে বাসের ব্যবস্থা করে দেওয়ার দাবিও তোলা হয়।
advertisement
প্রসঙ্গত, প্রথমে ১৫০ জন যাওয়ার কথা থাকলেও ৭০-৭৫ জন দিল্লির উদ্দেশ্যে রওনা হলেন। আর্থিক অবস্থার মাথায় রেখে এই সিদ্ধান্ত চাকরিহারাদের। চাকরিহারা এক প্রার্থী চিন্ময় মন্ডল বলেন, “আমাদের কোনও বিরোধ নেই তাঁদের সঙ্গে। আমাদের চাকরিটা চলে গেল তাদের জন্য এবং তাদের যারা এই বেনিয়ম পথে চাকরি দিয়েছে। “ আরও এক প্রার্থী মীনাক্ষী হালদার জানালেন, “সিবিআই যে তদন্ত করেছে তাতে ১৭ রকমের দুর্নীতি হয়েছে তারা খুঁজে পেয়েছে। এবং তাদের মধ্যে কারা ‘অযোগ্য’সেটাও তারা নির্দিষ্ট করে দিয়েছে। আমরা তাদের ‘অযোগ্য’ বলছি না। এটা প্রমাণিত। “