প্রায় তিন বছরের বেশি সময় ধরে আটকে রয়েছে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের প্রক্রিয়া। উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে শূন্য পদ রয়েছে ১৪ হাজারেরও বেশি। একদফা আইনি জটিলতা কাটিয়ে গতবছর ঠিক পুজোর আগেই স্কুল সার্ভিস কমিশনের তরফে মেধা তালিকা প্রকাশ করা হয়। কিন্তু সেই মেধাতালিকায় অস্বচ্ছতার অভিযোগ এনে হাইকোর্টের দ্বারস্থ হন কয়েকজন প্রার্থী। কমিশন মেধাতালিকা প্রকাশ করলেও এই মামলায় আদালতের তরফে এখনও পর্যন্ত স্থগিতাদেশ রয়েছে। যদিও কমিশনের তরফে হাইকোর্টের কাছে এই মামলার নিষ্পত্তি দ্রুত করার আবেদন রাখা হয়েছে। কিন্তু আপাতত লক ডাউনের জেরে মামলার শুনানি বন্ধ। ফলে প্রার্থী নিয়োগের মামলা কবে নিষ্পত্তি হবে তা নিয়ে নিসঘছয়তা নেই কোনও।
advertisement
আর এই অতিমারীর জেরে বিপাকে পড়েছে হাজার হাজার চাকুরী প্রার্থী। ইতিমধ্যেই লক ডাউনের জেরে অনেকটাই পিছিয়ে যেতে চলেছে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া। অন্তত এমনটাই আশঙ্কা করছে স্কু্ল শিক্ষা দফতরের আধিকারিকরা। তবে এবার শিক্ষামন্ত্রীর ফেসবুক পেজে দ্রুত নিয়োগের আবেদন জানিয়ে লেখালেখি শুরু করেছে স্কুল সার্ভিস কমিশনের আবেদনকারী প্রার্থীরা। শিক্ষামন্ত্রী অবশ্য হাইকোর্টের দিকেই আঙুল তুলেছেন এই দেরির জন্য।
SOMRAJ BANDOPADHYAY