যোগ্য শিক্ষক-শিক্ষিকা যোগ্য শিক্ষা কর্মী যোগ্য ওয়েটিং নট কল ফর ভেরিফিকেশান ও অনশনকারী মঞ্চের আহ্বায়ক সুমন।
রবিবার বিধাননগর পুলিশের ডিসি অনিশ সরকার সাংবাদিক বৈঠক করে একটি অডিও ক্লিপ প্রকাশ করেন। সেখানে শোনা যায় সোমবার এসএসসি অভিযানে গন্ডোগোল হতে পারে, তাতে এও বলা হয় পুলিশকে বোমা মারার কথা বলতে শোনা যায়৷ অডিওক্লিপটিতে গলা নাকি সুমন বিশ্বাসের- এমনটাই অভিযোগ৷
advertisement
আন্দোলন আদালতের নির্দেশ মেনে শান্তিপূর্ন করার কথা বলা হলেও হিংসার আশঙ্কা করে পুলিশ। সুমন বিশ্বাস বেথুয়া ডহরী মেজপোতা হাইস্কুলের জীবন বিজ্ঞানের সহ শিক্ষক। রবিবারই তিনি দাবি করেছিলেন ‘‘ওই অডিও কার তার তদন্ত হোক। যোগ্য শিক্ষক যারা আন্দোলন করছেন তাদের নয়।পুলিশ তদন্ত করুক।’’
তিনি তখনও আশঙ্কা প্রকাশ করেছিলেন তাঁকে গ্রেফতার করা হতে পারে। রবিবার ভোর সারে পাঁচটা নাগাদ পুলিশের একটি দল সুমন বিশ্বাসের বাড়িতে যায়। তাঁর খোঁজ করে। বাড়িতে ঢুকে তল্লাশি করে বলে দাবি সুমনের ভাই সঞ্জয় বিশ্বাসের। তারপরও কিছু সময় পুলিশ ছিল সুমনের বাড়ির সামনে।
সুমনের ভাই এর অভিযোগ, ‘‘আমার মা অসুস্থ। চোর ধরার মত পুলিশ এসে তল্লাশি করছে।দাদার অপরাধ কি? সে তো শান্তিপূর্ণ আন্দোলন করছে। সুবল সোরেন মারা গেল। তাদের জন্য লড়াই করছে।’’
Somnath Ghosh