বৃহস্পতিবার রাতে এক অ্যাপ ক্যাব চালকের গ্রেফতারি। গড়িয়াহাট থানার এই পদক্ষেপ বোধহয় অনেক অর্থেই নজিরবিহীন।
অ্যাপ ক্যাবে বিশেষ চাহিদাসম্পন্ন এক শিশুর হাত মুচড়ে দেওয়ার অভিযোগ চালকের বিরুদ্ধে। অভিযোগ পেয়েই দ্রুত ব্যবস্থা নেয় পুলিশ। গ্রেফতার হয় অভিযুক্ত ক্যাব চালক।
৩০ তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতে চালকের
ঘটনাটি ঘটেছিল ২৩ তারিখ সকালে।
স্কুলে যেতে ঠাকুমার সঙ্গে অ্যাপ ক্যাবে ওঠে শিশু
advertisement
সামনের সিটে বসার বায়না করে সে
সামনে বসে এসির ভেন্টে হাত দিচ্ছিল
বারণ না শোনায় শিশুর হাত মুচড়ে দেন চালক
যন্ত্রণায় কাতরাতে থাকা শিশুটিকে নিয়ে বাড়ি ফিরে যান তাঁর ঠাকুমা। গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের হয়। অ্যাপ চালকের খোঁজ শুরু করে পুলিশ
ক্যাব সংস্থার সঙ্গে যোগাযোগ করা হয়
সেখান থেকেই চালকের তথ্য মেলে
বরানগর থেকে গ্রেফতার
আপাতত জেল হেফাজতে অভিযুক্ত চালক
অ্যাপ ক্যাবটি ঘটনাটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। অভিযুক্ত চালককে বরখাস্ত করেছে ক্যাব সংস্থা। তার সঙ্গে চুক্তিও বাতিল করা হয়েছে।
কয়েক মাস আগেই সেনার সাহায্যপ্রাপ্ত স্কুলে বিশেষ চাহিদাসম্পন্ন এক শিশুর জলে ডুবে মৃত্যু হয়েছে। এই ধরণের শিশুদের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল নয় শহর কলকাতা। মাঝেমধ্যেই বিভিন্ন ঘটনায় এই অভিযোগ ওঠে। এবার এহেন ঘটনায় কড়া ব্যবস্থা নিয়ে পথ দেখাল পুলিশ।