TRENDING:

পুজোয় বাড়ি বসেই অর্ডার করুন আহেলির থালি! পাতে থাকুক খাঁটি বাঙালিয়ানার ছোঁয়া

Last Updated:

হোম ডেলিভারি থালির দামও থাকছে বাজেটের মধ্যেই৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বাইরে বেরোতে ভয়? পুজোয় রেস্তোরাঁয় গিয়ে খেতে পারছেন না? তাই মন খারাপ? আপনার সুরক্ষার কথা ভেবে পিয়ারলেস ইনের বাঙালি রেস্তোরাঁ আহেলি শুরু করল তাদের বিশেষ হোম ডেলিভারি থালির ব্যবস্থা৷ প্রতিবছরই পুজোতে বাঙালি খাবারের জন্য আহেলির থালির চাহিদা থাকে তুঙ্গে৷ কারণ একই পাতে একসঙ্গে থাকে পছন্দসই নানা খাবার৷ তবে এবার অনেকেই রেস্তোরাঁয় গিয়ে খেতে আপত্তি করছেন৷ তাদের যাতে পুজোয়ে পেটপুজোর কোনও ত্রুটি না হয়, তাই হোম ডেলিভারি থালির ব্যবস্থা চালু করল আহেলি৷ আমিষ থালিতে ৪ রকমের আমিষ পদ থাকছে৷ থাকছে ইলিশ, চিংড়ি, ভেটকি, মাংস৷ আবার নিরামিষ থালিতে থাকছে লোভনীয় সব নিরামিষ পদ৷ এছাড়া তো ভাত, পোলাও, শুক্তো, ডাল, ভাজা থাকছেই৷ সঙ্গে মিষ্টির পদও থাকবে থালিতে৷
advertisement

থালির ব্যবস্থা যেমন থাকছে, তেমনই থাকছে রেস্তোরাঁয় বসে খাবার জন্য নতুন বেশ কিছু পদ৷ শুরুতেই যেমন পেয়ে যাবেন আনারস পোড়া সরবত ও অম্ল মধুর সরবত৷ এরপর থাকছে ভেটকির কাটলেট, ঝলসানো মুরগি, পোস্ত মোচার চপ, লাল লঙ্কা দিয়ে মুরগির ঝোল, মোচার মহিমা, বাদামি মাংসের বাহার৷ এসব পদ এই বছর পুজোতেই নতুন তৈরি যুক্ত হয়েছে আহেলির মেনুতে৷ এছাড়া আহেলির বিশেষত্ব কাঁটা ছাড়া ইলিশ ও সেই কাঁটা ছাড়া ইলিশের পোলাও পাওয়া যাবে৷ শেষ পাতে থাকছে ক্ষীরের গজা, রাবড়ি, মিষ্টি দই, রাজভোগ৷

advertisement

রেস্তোরাঁয় বসে এই নতুন পদগুলো খেতে না চাইলে করতে পারেন টেক আওয়ে৷ অর্থাৎ এখান থেকে খাবার নিয়ে বাড়িতে বসেও খেতে পারবেন৷ আলাদা করে টেক আওয়ের কাউন্টারও রাখছে আহেলি৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আর যাঁরা বসে খেতে চান, তাদের জন্য প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা নিচ্ছে বাঙালি খানার জন্য প্রসিদ্ধ আহেলি৷ বাড়ানো হয়েছে প্রাইভেট ডাইনিং-এর ব্যবস্থা, যা রীতিমতো দূরত্ব বজায় রেখেই তৈরি হয়েছে৷ হোম ডেলিভারি নিরামিষ থালির দাম রাখা হয়েছে ১৫৯৯ (ট্যাক্স জুড়়ে) আর আমিষ থালির দাম ২৫৯৯(ট্যাক্স জুড়়ে)৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
পুজোয় বাড়ি বসেই অর্ডার করুন আহেলির থালি! পাতে থাকুক খাঁটি বাঙালিয়ানার ছোঁয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল