কলকাতায় অন্যতম ঐতিহ্যকে ধরে রাখার লড়াই শুরু। গণ-অবস্থানের ডাক কলকাতা ট্রাম প্রেমীদের। বৃহস্পতিবার শ্যামবাজারে হবে এই গণ-অবস্থান। ট্রাম ডিপোর সামনে দুপুর ১২টা থেকে হবে জড়ো হবেন সকলে। অনেকের মতে, শহরে একাধিক রুট রয়েছে, যেখানে ট্রাম চললে গতি রুদ্ধ হয় না। তাঁদের বিশ্বাস, বহু এখনও ট্রাম চড়তে মানুষ পছন্দ করেন। তাই ট্রাম ফেরাতে এই সব দাবি নিয়ে লড়াই করবেন ট্রামপ্রেমীরা।
advertisement
আরও পড়ুন: ঘূর্ণাবর্তের জের! পুজোর আগেই ভাসবে বাংলা! কোন কোন জেলায় দুর্যোগের কোপ,কী হবে কলকাতার
আরও পড়ুন: কলকাতায় রাস্তায় আর চলবে না ট্রাম! শেষলগ্নে চোখ বুলিয়ে নিন চাঞ্চল্যকর এই তথ্যে!
কলকাতায় ট্রাম পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নিয়ে তীব্র আপত্তি জানাচ্ছে বিভিন্ন পরিবেশপ্রেমী সংগঠন। যাঁরা দীর্ঘদিন ধরে এই পরিবহণকে বাঁচাতে কাজ করে আসছেন, তাঁদের মধ্যেও অসন্তোষ। অতীতেও কলকাতার ট্রামকে ভিন্নভাবে ব্যবহার করতে নানা উদ্যোগের কথা সামনে এসেছিল। ফের ভালবাসার ট্রামকে বাঁচিয়ে রাখতে সমবেত হওয়ার প্রস্তুতি।