ছোট ভাইয়ের প্রিয় যে কোনও রকম ভাজা। তার জন্য ঝুরঝুরে আলুভাজা। মেজটা খানিক চাপা। তাঁর জন্য ইলিশ ভাপা। বড়োর খালি খাই খাই। তাঁর জন্য লোটে ফ্রাই।পোলাও-ভেটকি-বিরিয়ানি-শাহি মটন, যখন-তখন। ভাইফোঁটায় মহাভোজ। এলাহি আয়োজন নলবনের ভুরিভোজে। মৎস্য দফতরের এই রেস্তোরাঁয় একেবারে কব্জি ডুবিয়ে।
ঝিলের ধারে বসে হইচই-ফিশফিস-ফিশ রেশমি। যমুনা দেয় যমকে ফোঁটা...দিদি-বোনেরা দেয় ভাই-দাদাকে ফোঁটা....তারপরই পেটপুজো শুরু। হাত পেতে নিয়ে চেটেপুটে খাই...ভূরিভোজ চাই-ই চাই।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 29, 2019 11:20 AM IST