আজকের অবস্থা নিয়ে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, "রাজনীতি অনেকদিন করেছি। এরকম কখনও দেখিনি। সমালোচনার অধিকার আছে। হাউজটাকে অচল করার চেষ্টা করছে। তাই বাধ্য হয়ে এই কাজ করেছেন শাসক দলের বিধায়করা। প্রতিদিন হাউজ ভন্ডুল করার প্রতিবাদ আজকের এই পদ্ধতি। এরকম ঘটনা ঘটেনি বিরোধী দলনেতা প্রতিদিন হাউজটাকে নষ্ট করছে। তাই একটা জায়গায় থামতে হবে। তাই এই প্রতিবাদ করা হয়েছে।"
advertisement
আরও পড়ুন: কয়লাপাচার কাণ্ডে এবার বিজেপি নেতা! জিতেন্দ্র তিওয়ারিকে তলব করল সিআইডি
আরও পড়ুন: গরুপাচার মামলায় এনামুলের 'ভাইপো' জাহাঙ্গিরের বাড়িতে CID তল্লাশি! সিল করা হল অফিস
শোভনদেব চট্টোপাধ্যায় আরও বলেন, "২০২১ এর বিজেপি বিধানসভায় আসার পর থেকে দেখছি ৩১ বছর আমরা বিরোধীতা করেছি কিন্তু যে ভাবে বিজেপি করছে তা বিরল। মুলতুবি প্রস্তাব আলোচনার বিষয়টি সম্পূর্ণ অধ্যক্ষ্যর বিষয়।" এক্ষেত্রে সামান্যতম যোগ্যতা বিরোধী দলনেতার আছে কিনা সে বিষয়ে প্রশ্ন তুললেন শোভনদেব চট্টোপাধ্যায়। তাঁর কথায়, "অভিজ্ঞতার অভাব, চিন্তার অভাব রয়েছে বিরোধী দলনেতার। নিজেকে উন্নত করতে হবে তাঁকে।"