প্রসঙ্গত, পার্থ চট্টোপাধ্যায় ইস্যুতে তৃণমূলের তরফে তেমন কোনও মন্তব্য করা হচ্ছে না। রাজনৈতিক মহলের ধারণা পার্থ ইস্যুতে দূরত্ব বাড়াচ্ছে রাজ্যের শাসক দল। তাই পার্থ চট্টোপাধ্যায় ইস্যুতে সেন্সর করা হয়েছে দলের মুখপাত্র তথা রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে৷ গত পরশুই পার্থ চট্টোপাধ্যায় নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন কুণাল ঘোষ। তিনি বলেছিলেন," আমার বিরুদ্ধে প্রথম থেকে ষড়যন্ত্র করেছিলেন। আমাকে বলেছিলেন খুঁচিয়ে পাগল। পার্থ চট্টোপাধ্যায়কে আশা করব, জেল কর্তৃপক্ষ যেন নিয়ম পালন করে৷ হাসপাতালে নয়, সেলে রাখতে হবে। সুবিধা পেলে আমি ব্যবস্থা নেব৷ যারা আমার বিরুদ্ধে চক্রান্ত করেছেন, তাদের একই হাল হবে। আমি বেঁচে থেকে দেখে যাব।"
advertisement
আরও পড়ুন: দুই বিজনেজ ক্লায়েন্টকে তলব, বিধায়কদের লক্ষ-লক্ষ টাকা উদ্ধারে জাল গোটাচ্ছে সিআইডি!
কুণালের এই মন্তব্য নিয়ে আলোড়ন পরে যায় রাজনৈতিক মহলে। যদিও পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এই কথাগুলো তিনি ব্যক্তিগত স্থান থেকে বলেছিলেন, কোনও রাজনৈতিক পদের জায়গা থেকে নয় তাও জানিয়ে দিয়েছিলেন। সূত্রের খবর, দল এর পরেই গোটা বিষয়টি নিয়ে চুপ থাকতে বলে কুণাল ঘোষকে৷
যদিও দলের সেন্সর ইস্যুতে বিস্ফোরক মন্তব্য করেন কুণাল ঘোষ। বলেন, ''আমি বোরোলিনে বিশ্বাসী, জীবনের ওঠা-পড়া গায়ে লাগে না।'' এখানেই শেষ নয়, কুণালের সংযোজন, ''আমি দলের অনুগত সৈনিক, দল যা বলবে শুনতে আমি বাধ্য। তবে কোন বিষয়ে আমাকে মুখ খুলতে বারণ করা হয়েছে, সেটা পরিষ্কার নয় আমার কাছেই। কারও প্রতি কোনও অভিমান নেই।''