নিয়ম অনুযায়ী, বিধায়ক না হলেও আগামী ছয় মাস শোভনদেব বাবুর মন্ত্রী পদে থাকার ক্ষেত্রে কোনও বাধা নেই। ৬ মাসের মধ্যে যে কোনও আসন থেকে জিতে আসতে হবে তাঁকে। কিন্তু জল্পনা শুরু হয় যে, তৃণমূল তাঁকে কৃষি মন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে রাজ্যসভায় পাঠাতে পারে। কারণ রাজ্যসভায় তৃণমূলের দুটি আসন ফাঁকা রয়েছে। যদিও রাজ্যসভায় যেতে আগ্রহী নন শোভনদেব নিজেই। রাজ্য রাজনীতিতেই তিনি থাকতে চান বলে দলকে জানিয়ে দিয়েছেন।
advertisement
সেক্ষেত্রে খড়দহ আসনেই শোভনদেবকে প্রার্থী করতে পারেন মমতা। খড়দহে কেন্দ্রে জিতলেও প্রয়াত হয়েছেন বিজয়ী তৃণমূল প্রার্থী কাজল সিনহা। এমনও শোনা গিয়েছিল, খড়দহ আসনের উপনির্বাচনে প্রার্থী হতে পারেন অর্থমন্ত্রী অমিত মিত্র। তিনি আগেও ওই আসন থেকে জিতেই অর্থমন্ত্রী হয়েছিলেন। কিন্তু শারীরিক অসুস্থতার এবার ভোটে দাঁড়াননি। যদিও রাজ্যে ফের ক্ষমতায় এসে অমিতকেই অর্থমন্ত্রী করেন মমতা। কিন্তু এখনও তিনি ভোটে লড়তে রাজি নন বলেই খবর। সেক্ষেত্রে ভবানীপুরে মমতা আর খড়দহে শোভনদেব লড়তে পারেন বলেই খবর।