TRENDING:

নাটকে ইতি, রিস্ক বন্ডে সই করলেন শোভন! আজই হয়তো বাড়ি ফিরছেন

Last Updated:

এ দিন এসএসকেএম হাসপাতালে বিস্ফোরক অভিযোগ করেন শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee)৷ তিনি দাবি করেন, জোর করে তাঁকে হাসপাতালে আটকে রাখা হয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: দিনভর নাটকের পর অবশেষে হয়তো হাসপাতাল থেকে ছুটি পেতে চলেছেন শোভন চট্টোপাধ্যায়৷ তবে ব্যক্তিগত রিস্ক বন্ডে সই করেই হাসপাতাল ছাড়ছেন শোভন৷ ইতিমধ্যেই শোভনের রিস্ক বন্ডের কাগজপত্র প্রেসিডেন্সি জেলের সুপারকে পাঠিয়ে দেওয়া হয়েছে এসএসকেএম হাসপাতালের তরফে৷ নিয়ম মেনে এর পর জেল কর্তৃপক্ষ শোভনকে নিতে হাসপাতালে আসবেন৷ সেখান থেকে তাঁকে প্রথমে নিয়ে যাওয়া হবে প্রেসিডেন্সি জেলে৷ তার পর গোলপার্কের ফ্ল্যাটে ফিরবেন শোভন৷ সেখানেই গৃহবন্দি থাকতে হবে শোভনকে৷ সব প্রক্রিয়া মিটিয়ে এ দিন রাতেই বাড়ি ফিরতে পারেন প্রাক্তন মেয়র৷
advertisement

এ দিন এসএসকেএম হাসপাতালে বিস্ফোরক অভিযোগ করেন শোভন চট্টোপাধ্যায়৷ তিনি দাবি করেন, জোর করে তাঁকে হাসপাতালে আটকে রাখা হয়েছে৷ প্রতিবাদে গতকাল থেকে তিনি কিছু খাননি বলেও দাবি করেছেন শোভন৷ তাঁর অভিযোগ, অসুস্থতার অজুহাতে তাঁকে হাসপাতালে আটকে রাখা হয়েছে৷ কিন্তু তিনি সুস্থ৷ একই অভিযোগ করেছেন শোভনের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও৷ তাঁরও অভিযোগ, কারও অঙ্গুলী হেলনেই হাসপাতাল থেকে বাড়ি ফিরতে দেওয়া হচ্ছে না শোভনকে৷ নারদ কাণ্ডে ধৃত প্রাক্তন মেয়র আরও অভিযোহ করেন, রিস্ক বন্ডে সই করতে চাইলেও তাঁকে বাড়ি যেতে দিচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষ৷

advertisement

একই সঙ্গে বৈশাখী অভিযোগ করেন, হাসপাতালে ন্যূনতম চিকিৎসা হচ্ছে না শোভনের৷ এমন কি, গতকাল থেকে তাঁর সুগার- প্রেসারও পরীক্ষা করা হয়নি বলে অভিযোগ করেন বৈশাখী৷ এর পরে শোভনের শারীরিক অবস্থার কোনও অবনতি হলে তার দায় কে নেবে, সেই প্রশ্নও তোলেন বৈশাখী৷

শোভনের এই সমস্ত অভিযোগই অবশ্য খারিজ করে দেয় এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষের৷ হাসপাতালের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, শোভনের চিকিৎসায় কোনও গাফিলতি হয়নি৷ হাসপাতালে ভর্তি তিন নেতার চিকিৎসায় কোনও বৈষম্যও করা হয়নি বলে দাবি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ৷ তাদের দাবি, শোভনকে হাসপাতালে রেখে চিকিৎসার পক্ষেই মত দিয়েছিলেন চিকিৎসকরা৷

advertisement

শোভন অবশ্য এ দিন সংবাদমাধ্যমের সামনে অভিযোগ করেন, 'অহেতুক কিছু জটিলতা হচ্ছে৷ যেগুলি কখনওই বাঞ্ছনীয় ছিল না৷ গতকাল থেকে যখন আমার চিকিৎসা সম্পন্ন হয়ে যায়, আমি এখানকার মেডিক্যাল সুপারকেও জানিয়েছিলাম যে রিস্ক বন্ডেও সই করে বাড়ি ফিরতে আমি রাজি৷ এসএসকেএম হাসপাতাল থেকে আমাকে ঠিক মতো ডিসচার্জ করা হচ্ছে না৷ অথবা জেল সুপার সেই কাগজপত্রকে গুরুত্ব দিচ্ছেন না৷ যাঁদের নির্দেশ, উপদেশে এ সব হচ্ছে, তাঁদের বলছি, এ ভাবে আমাকে দমিয়ে রাখা যাবে না৷'

advertisement

প্রেসিডেন্সি জেল সূত্রে খবর, গোলপার্কে সাদার্ন অ্যাভিনিউ-এর ফ্ল্যাটেই ফিরবেন শোভন৷ কারণ তাঁকে সেখান থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছিল৷

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

Arup Dutta

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
নাটকে ইতি, রিস্ক বন্ডে সই করলেন শোভন! আজই হয়তো বাড়ি ফিরছেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল