আরও পড়ুন: #Breaking: রাজ্য মন্ত্রিসভায় রদবদল, দমকল পাচ্ছেন ফিরহাদ, আবাসন পাচ্ছেন অরূপ বিশ্বাস
মন্ত্রিত্ব ছেড়েছেন। মেয়রের চেয়ার ছেড়েছেন। এবার একমাত্র কাউন্সিলর পদও ছাড়তে চেয়ে কি কোনও রাজনৈতিক ইঙ্গিত দিলেন শোভন চট্টোপাধ্যায়? বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে তাঁর দিকে ধেয়ে যায় একের পর এক প্রশ্নবাণ। কিন্তু, পদত্যাগী মেয়র এমন কিছু বললেন না যাতে নতুন করে বিতর্ক তৈরি হয়।
advertisement
আরও পড়ুন: পদত্যাগ করার জন্য মেয়রকে ধন্যবাদ: মমতা
কাউন্সিলর, বরোর চেয়ারম্যান, মেয়র পারিষদ থেকে মেয়র। ২০১০ এবং ২০১৫, পর পর দু'বার কলকাতা পুরসভার মেয়র হন শোভন চট্টোপাধ্যায়। দীর্ঘ সাংবাদিক সম্মেলনে দল বা তৃণমূলনেত্রীর বিরুদ্ধে কোনও মন্তব্য নেই। কিন্তু, জনপ্রতিনিধিত্বের সব পদ ছাড়তে চেয়ে কি কোনও ইঙ্গিত দিলেন শোভন চট্টোপাধ্যায়?
আরও পড়ুন: নতুন মেয়র ফিরহাদ হাকিমকে যা বললেন শোভন চট্টোপাধ্যায়
পুর আইন অনুযায়ী এতদিন কাউন্সিলর না হলে মেয়র হওয়া যেত না। এই আইনেই সংশোধনী এনেছে রাজ্য সরকার। যাতে বলা হয়েছে, যে কেউই কলকাতা পুরসভার মেয়র হতে পারেন। তবে তাঁকে ৬ মাসের মধ্যে কোনও আসনে জিতে আসতে হবে। অর্থাৎ, নতুন মেয়র ফিরহাদ হাকিম যেহেতু কাউন্সিলর নন, তাই তাঁকে কোনও ওয়ার্ড থেকে ৬ মাসের মধ্যে ভোটে জিততে হবে। সেটা কোন আসন? পদত্যাগী মেয়র চান, নতুন মেয়র তাঁর ১৩১ নম্বর ওয়ার্ড থেকেই ভোটে দাঁড়ান। তিনি আসন ছেড়ে দিতে প্রস্তুত।