TRENDING:

Sovan Chatterjee Ratna Chatterjee Divorce: 'আমার সঙ্গে যা করছেন...' ডিভোর্স মামলায় রত্নার বিরুদ্ধে বিস্ফোরক শোভনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়! অচেনা নম্বর থেকে...

Last Updated:

Sovan Chatterjee Ratna Chatterjee Divorce: রত্না চট্টোপাধ্যায় ও শোভন চট্টোপাধ্যায়ের বিবাহ বিচ্ছেদের মামলায় শোভন চট্টোপাধ্যায়ের হয়ে হাইকোর্টে সওয়াল করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: শোভন চট্টোপাধ্যায়-রত্না চট্টোপাধ্যায়ের ডিভোর্স মামলায় সওয়াল করে বিব্রত আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রত্না চট্টোপাধ্যায়ের সাংবাদিক বৈঠক নিয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, তাঁর বিরুদ্ধে অসম্মানজনক মন্তব্য করেছেন রত্না চট্টোপাধ্যায়। বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ কল্যাণের।
কল্যাণের বিস্ফোরক অভিযোগ!
কল্যাণের বিস্ফোরক অভিযোগ!
advertisement

রত্না চট্টোপাধ্যায় ও শোভন চট্টোপাধ্যায়ের বিবাহ বিচ্ছেদের মামলায় শোভন চট্টোপাধ্যায়ের হয়ে হাইকোর্টে সওয়াল করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবার রত্না চট্টোপাধ্যায় যাচ্ছেতাই মন্তব্য করছেন বলে কলকাতা হাইকোর্টে নালিশ করলেন তৃণমূল সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: আরজি কর ধর্ষণ-খুনে শীঘ্রই সাপ্লিমেন্টারি চার্জশিট, টালা থানার প্রাক্তন ওসি-র ফোন খুব গুরুত্বপূর্ণ! কেন জানাল সিবিআই?

advertisement

কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিন বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করে জানান, ”গত শুক্রবার রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে সওয়াল করেছি। তারপর থেকে তিনি প্রেস কনফারেন্স করে আমার নামে যা তা বলছেন, অসম্মানজনক মন্তব্য করা হচ্ছে।” এরপর বিচারপতি হিরন্ময় ভট্টাচার্য মন্তব্য করেন, ‘কিন্তু এর জন্য কোর্ট কী করতে পারে?’ কল্যাণ বলেন, ‘আমি একজন সিনিয়র আইনজীবী। সিনিয়র কোর্ট অফিসার। আমাকে সুরক্ষা দেওয়া উচিত আদালতের। আলিপুর আদালতেও ঠিক এই জিনিস করা হয়েছে। আমার মেয়ের নামে যাচ্ছেতাই বলা হয়েছে।”

advertisement

বিচারপতি ভট্টাচার্য তা শুনে বলেন, ”ঠিক আছে আবেদন করুন। আদালত শুনবে।” রত্না চট্টোপাধ্যায়ের পক্ষে একজন জুনিয়র আইনজীবী উপস্থিত ছিলেন সোমবার। তার দাবি, কোনও মানহানিকর মন্তব্য করা হয়েছে বলে তাদের কাছে তথ্য নেই।

কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি দ্বিচারিতা করছি বলেছেন। কী ধরনের আচরণ এগুলো! কেউ ওঁর (রত্না) বিরুদ্ধে সওয়াল করতে পারবেন না? কেউ সাক্ষী দিতে পারবেন না? ৪৩ বছর ধরে প্র‍্যাকটিস করছি। আমি অনেক থ্রেট সহ্য করেছি। কিন্তু এই রকম অসম্মানজনক কথা শুনিনি। আমার মেয়ের ফোনে অচেনা নম্বর থেকে অশালীন ভাষায় মেসেজ পাঠানো হচ্ছে। কী হচ্ছে এসব? আমি আমার প্র‍্যাকটিসের জায়গায় সারা জীবন পরিস্কার।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সুন্দরবনে বাঘের দৌরাত্ম্য কমছে! তবে পর্যটকদের দর্শন দিচ্ছে দক্ষিণরায়, পিছনে বড় কারণ
আরও দেখুন

বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের মৌখিক পর্যবেক্ষণ, ”রত্না চট্টোপাধ্যায়ের আইনজীবীকে বলছি, আপনি বিষয়টা দেখুন। আপনার মক্কেলের সঙ্গে কথা বলে কল্যাণ বন্দ্যোপাধ্যাযের সঙ্গে কথা বলুন। আপাতত কল্যাণবাবু ২ দিনের জন্য আবেদন দায়ের করা থেকে বিরত থাকুন।”

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sovan Chatterjee Ratna Chatterjee Divorce: 'আমার সঙ্গে যা করছেন...' ডিভোর্স মামলায় রত্নার বিরুদ্ধে বিস্ফোরক শোভনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়! অচেনা নম্বর থেকে...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল