দীর্ঘ বিরতির পর শোভন যে তৃণমূলে ফিরতে পারেন, এ নিয়ে জল্পনা নতুন নয়৷ বরং তৃণমূলের সঙ্গে শোভনের দূরত্ব তৈরি হওয়ার পর এই জল্পনা একাধিকবার জোরাল হয়েছে৷ এমন কি, নবান্নে গিয়ে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দেখা করেছিলেন শোভন-বৈশাখী৷ কিন্তু তারপরেও কোনও অজ্ঞাত কারণে তৃণমূলে যোগ দেননি শোভন৷ বরং রাজনীতির আলোচনা থেকে দূরেই ছিলেন কলকাতার প্রাক্তন মেয়ার এবং মমতার অন্যতম আস্থাভাজন নেতা৷
advertisement
তবে ২০২৬-এর নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শোভনের সাক্ষাতের পর তৃণমূল নেতাদেরই ধারণা, সব টানাপোড়েন কাটিয়ে এবার ঘরের ছেলে ঘরেই ফিরছেন৷ শোভনের ঘনিষ্ঠ মহল সূত্রের খবর, তৃণমূলে ফিরলে দল তাঁকে যে দায়িত্ব দেবে, তিনি তা পালনে তৈরি বলেই এ দিন অভিষেককে জানিয়ে এসেছেন শোভন৷
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহল সূত্রেও এ দিন শোভনের সঙ্গে তৃণমূল শীর্ষ নেতার সাক্ষাতের কথা স্বীকার করে নেওয়া হয়েছে৷ তবে সেই সূত্রের অবশ্য দাবি, পুজোর আগে শুভেচ্ছা বিনিময়ই ছিল এই সাক্ষাতের মূল উদ্দেশ্য৷