সোমবার ডিভোর্স মামলায় হাজিরা দিতে আসা শোভন চট্টোপাধ্যায়ের পরনের পোশাকের রঙ আবারও আলোচনার কেন্দ্র বিন্দুতে ৷ গত কয়েকদিনের মতো এদিনও বিশেষ বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আদালতে এসেছিলেন শোভন ৷ পূর্বোর দিনগুলির মতোই এদিনও আদালতে উপস্থিত প্রত্যেকেরই চোখ টেনেছে দুজনের ম্যাচিং করা পোশাক ৷
আরও পড়ুন
আশঙ্কায় চাকরিপ্রার্থীরা, শিক্ষক নিয়োগে প্রকাশিত তালিকা নিয়ে এবার এসএসসির হলফনামা তলব হাইকোর্টের
advertisement
মেয়র সোমবার আদালতে আসেন একটি গোলাপি শার্ট পরে ৷ রঙ মিলিয়ে বৈশাখিদেবীর পরনেও ছিল একটি গোলাপি শাড়ি ৷ এদিনও শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গেই আদালতে আসেন তিনি ৷ শুধু আজই নয়, এর আগেও এই ‘বন্ধু’ যুগলকে রঙ মিলিয়ে পোশাক পড়ে আদালতে হাজিরা দিতে দেখা গিয়েছে ৷ সে রঙ কখনও ছিল পলাশ ফুলের লাল তো কখনও স্বচ্ছতার সাদা ৷
আরও পড়ুন
‘বিজেপি এরাজ্যেও ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীদের গলা ধাক্কা দিয়ে বের করব’, অসম ইস্যুতে মন্তব্য দিলীপের
এদিন নয়া মোড় নিল মেয়র শোভন চট্টোপাধ্যায় ও রত্না চট্টোপাধ্যায়ের ডিভোর্স মামলা ৷ বিচারক শান্তনু মিশ্রর এজলাস থেকে মামলা গেল জেলা বিচারকের কাছে। শুনানি চলাকালীন বিচারক শান্তনু মিশ্র জানিয়ে দেন, ব্যক্তিগত কারণে এই মামলার দায়িত্বে থাকতে চান না তিনি। এদিন মামলার শুনানিতে তুমুল বাক-বিতন্ডায় জড়িয়ে পড়েন দুপক্ষের আইনজীবীরা। তবে শুনানির সময় থাকতে পারেননি বৈশাখি। বিচারকের
নির্দেশে এজলাস ছেড়ে বেরিয়ে আসতে হয় তাঁকে।