TRENDING:

নির্যাতিতাকে 'লুকিয়ে রাখার' অভিযোগ, পুলিশের অসহযোগিতায় ক্ষুব্ধ জাতীয় মহিলা কমিশনের অর্চনা!

Last Updated:

কসবা কাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার অভিযোগ করেন, পুলিশ তাঁর তদন্তে সহায়তা করেনি এবং ভিকটিম ও তাঁর পরিবারের সঙ্গে দেখা করতেও বাধা দিয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নির্যাতিতা ‘লুকিয়ে রাখার’ অভিযোগ, পুলিশের অসহযোগিতায় ক্ষুব্ধ জাতীয় মহিলা কমিশনের অর্চনা
News18
News18
advertisement

কসবা কাণ্ডে তদন্ত ঘিরে পুলিশের ভূমিকা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য তথা বিজেপি নেত্রী অর্চনা মজুমদার। শনিবার ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি সরাসরি অভিযোগ করেন, পুলিশ প্রশাসন তাঁর তদন্তে সহায়তা করেনি, এবং ভিকটিম ও তাঁর পরিবারের সঙ্গে দেখা করতেও বাধা দেওয়া হয়েছে।

অর্চনা মজুমদার বলেন,

“সকাল থেকে চেষ্টা করছি, কিন্তু কোথাও প্রবেশ করতে দিচ্ছে না। চারপাশে ব্যারিকেড করে রাখা হয়েছে। উপরের তলা থেকে নিচ পর্যন্ত সমস্ত ঘরে তালা ঝুলছে। গতকাল রাত ১২টা পর্যন্ত বিভিন্ন জায়গায় পুলিশি তৎপরতা চলেছে, অথচ আজ ডেপুটি কমিশনার জানাচ্ছেন—ভিকটিম কোথায় আছেন, পুলিশ জানে না।”

advertisement

মনোজিতের আর ছাড় নেই, ভয়ঙ্কর সেই ঘটনার সময় সঙ্গে কী ছিল তার? বাড়ি থেকে নিয়ে গেল পুলিশ

১৬ পাক সেনা নিহত! পাকিস্তানের কনভয়ের উপর এভাবে হামলা করেছে ভারত? বড় অভিযোগ! সত্যিটা কী?

তিনি আরও দাবি করেন, ভিকটিমকে “লুকিয়ে রাখা হয়েছে”, যাতে তিনি বা সংবাদমাধ্যমের কেউই তাঁর সঙ্গে যোগাযোগ করতে না পারেন।

advertisement

“ভিকটিমের বাবার সঙ্গে কাল অন্তত পাঁচবার কথা হয়েছে। পরিবার আতঙ্কে রয়েছে। যারা মেডিকেল করিয়েছে, তারাও এখন জানে না ভিকটিম কোথায়! ভিকটিমের বাড়িতে তালা মেরে সরিয়ে দেওয়া হয়েছে। এটা পরিকল্পিত পদক্ষেপ।”

কমিশনের সদস্য হিসেবে তিনি এদিন ডিসি নর্থ ও ডিসি সাউথ উভয়ের সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করেন, কিন্তু তাঁদের বক্তব্যে অসঙ্গতি ধরা পড়েছে বলে অভিযোগ।

advertisement

“ডিসি সাউথ বলছে, ভিকটিম কোথায় গেছেন, তাঁরা জানেন না। রাতের পর থেকেই কোনও খোঁজ নেই। ক্যামেরাও নতুন করে ভিতরে লাগানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ভিকটিমের কথা যেন মানুষের কাছে না পৌঁছায়, সেই চেষ্টাই চলছে।”

অর্চনা মজুমদারের কণ্ঠে উদ্বেগ ও ক্ষোভ স্পষ্ট। তিনি বলেন,

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

“যার সঙ্গে দেখা করতে এসেছি, তাকে যদি সরিয়ে দেয়, তাহলে কোথায় যাবো? কার সঙ্গে কথা বলব? প্রশাসনই সব রাস্তাগুলো বন্ধ করে দিচ্ছে।”

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
নির্যাতিতাকে 'লুকিয়ে রাখার' অভিযোগ, পুলিশের অসহযোগিতায় ক্ষুব্ধ জাতীয় মহিলা কমিশনের অর্চনা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল