কসবা কাণ্ডে তদন্ত ঘিরে পুলিশের ভূমিকা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য তথা বিজেপি নেত্রী অর্চনা মজুমদার। শনিবার ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি সরাসরি অভিযোগ করেন, পুলিশ প্রশাসন তাঁর তদন্তে সহায়তা করেনি, এবং ভিকটিম ও তাঁর পরিবারের সঙ্গে দেখা করতেও বাধা দেওয়া হয়েছে।
অর্চনা মজুমদার বলেন,
“সকাল থেকে চেষ্টা করছি, কিন্তু কোথাও প্রবেশ করতে দিচ্ছে না। চারপাশে ব্যারিকেড করে রাখা হয়েছে। উপরের তলা থেকে নিচ পর্যন্ত সমস্ত ঘরে তালা ঝুলছে। গতকাল রাত ১২টা পর্যন্ত বিভিন্ন জায়গায় পুলিশি তৎপরতা চলেছে, অথচ আজ ডেপুটি কমিশনার জানাচ্ছেন—ভিকটিম কোথায় আছেন, পুলিশ জানে না।”advertisement
মনোজিতের আর ছাড় নেই, ভয়ঙ্কর সেই ঘটনার সময় সঙ্গে কী ছিল তার? বাড়ি থেকে নিয়ে গেল পুলিশ
১৬ পাক সেনা নিহত! পাকিস্তানের কনভয়ের উপর এভাবে হামলা করেছে ভারত? বড় অভিযোগ! সত্যিটা কী?
তিনি আরও দাবি করেন, ভিকটিমকে “লুকিয়ে রাখা হয়েছে”, যাতে তিনি বা সংবাদমাধ্যমের কেউই তাঁর সঙ্গে যোগাযোগ করতে না পারেন।
“ভিকটিমের বাবার সঙ্গে কাল অন্তত পাঁচবার কথা হয়েছে। পরিবার আতঙ্কে রয়েছে। যারা মেডিকেল করিয়েছে, তারাও এখন জানে না ভিকটিম কোথায়! ভিকটিমের বাড়িতে তালা মেরে সরিয়ে দেওয়া হয়েছে। এটা পরিকল্পিত পদক্ষেপ।”
কমিশনের সদস্য হিসেবে তিনি এদিন ডিসি নর্থ ও ডিসি সাউথ উভয়ের সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করেন, কিন্তু তাঁদের বক্তব্যে অসঙ্গতি ধরা পড়েছে বলে অভিযোগ।
“ডিসি সাউথ বলছে, ভিকটিম কোথায় গেছেন, তাঁরা জানেন না। রাতের পর থেকেই কোনও খোঁজ নেই। ক্যামেরাও নতুন করে ভিতরে লাগানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ভিকটিমের কথা যেন মানুষের কাছে না পৌঁছায়, সেই চেষ্টাই চলছে।”
অর্চনা মজুমদারের কণ্ঠে উদ্বেগ ও ক্ষোভ স্পষ্ট। তিনি বলেন,
“যার সঙ্গে দেখা করতে এসেছি, তাকে যদি সরিয়ে দেয়, তাহলে কোথায় যাবো? কার সঙ্গে কথা বলব? প্রশাসনই সব রাস্তাগুলো বন্ধ করে দিচ্ছে।”