এর আগে পূর্ব রেলের শিয়ালদহ, হাওড়া ও আসানসোল ডিভিশনে মেমু, প্যাসেঞ্জার ট্রেন পরিষেবা চালু হয়ে গিয়েছে। বাকি ছিল দক্ষিণ-পূর্ব শাখায় রেল চলাচল চালু করার। লোকাল ট্রেন চালুর পাশাপাশি এবার তাই চালু করে দেওয়া হচ্ছে মেমু ও প্যাসেঞ্জার ট্রেন পরিষেবা। ৬৮০৪৫ মেমু প্যাসেঞ্জার আদ্রা থেকে ছাড়বে দুপুর ২টো৪০ মিনিটে। ট্রেন আসানসোল পৌঁছবে ৩টে ৫৫ মিনিটে। ৬৮০৪৬ মেমু প্যাসেঞ্জার আসানসোল থেকে ছাড়বে দুপুর ১২টা০৫ মিনিটে। আদ্রা পৌছবে দুপুর ১টা ১০ মিনিটে।
advertisement
৬৮০৮৯ মেমু প্যাসেঞ্জার মেদিনীপুর থেকে ছাড়বে সকাল ১১টা ৪৫ মিনিটে। আদ্রা পৌছবে ট্রেনটি দুপুর ১৪টা ২৫ মিনিটে। ৬৮০৯০ মেমু প্যাসেঞ্জার আদ্রা থেকে ছাড়বে সকাল ৮টা ২০ মিনিটে। মেদিনীপুর পৌছবে ট্রেনটি সকাল ১১টা ২০ মিনিটে। ৫৮০৩৩ বোকারো স্টিল সিটি থেকে রাঁচি প্যাসেঞ্জার বোকারো থেকে ছাড়বে সকাল ৯টা নাগাদ। ট্রেন রাঁচি পৌছবে দুপুর ১২টা ২০ মিনিট নাগাদ। ৫৮০৩৪ প্যাসেঞ্জার রাঁচি থেকে ছাড়বে বিকেল ১৫টা ৫৫ মিনিটে। বোকারো পৌছবে সন্ধ্যা ৭টা১৫ মিনিটে।
এই সব ট্রেনের যাত্রীদের মেনে চলতে হবে কোভিড প্রটোকল সংক্রান্ত সমস্ত নিয়মাবলি। মাস্ক, ফেস শিল্ড বাধ্যতামূলক। কোনও ধরণের উপসর্গ থাকলেস্টেশন চত্বরে প্রবেশ করতে বারণ করা হয়েছে যাত্রীদের। আপাতত আপ ও ডাউনে একটি করে ট্রেন চালানো হলেও আগামী দিনে বাড়তে চলেছে সেই ট্রেনের সংখ্যাও। সামনে উৎসবের মরসুম। তাই আরও ট্রেনের সংখ্যা বাড়ানো হবে। বিশেষ করে পুরুলিয়া, টাটা-জামশেদপুর রুটে ট্রেনের সংখ্যা বাড়ানো হবে। রেল সূত্রে খবর এই সব রুটের বহু মানুষ কলকাতা আসেন বা আসানসোল সাথে কাজের সূত্রে যুক্ত। তাই আগামী কয়েকদিন যাত্রী সংখ্যা দেখে ট্রেনের সংখ্যা বাড়ানো হবে।
আবীর ঘোষাল