রবিবার পুর ও নগরোন্নয়ন দফতরের এক কর্তা জলি চৌধুরী এবং ব্যারাকপুরের মহকুমাশাসক সৌরভ বারিক দক্ষিণ দমদম পুর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেন। সেই সঙ্গে তাঁরা ২৮ নম্বর ওয়ার্ডে এলাকা পরিদর্শনও করেন।
আরও পড়ুন: "আবার এসো মা"! বিষাদের সুরের মধ্যেই বিজয়া দশমীতে শুভেচ্ছাবার্তা মোজোটেলের
পুরসভা সূত্রে জানা গিয়েছে, বৈঠকে এই ডেঙ্গি অবস্থা উন্নত করার জন্য় বেশ কিছু ঠিক করা হয়েছে। পুরসভার মাতৃসদন এবং দক্ষিণদাঁড়ির হাসপাতালে বেড-সংখ্যা বাড়ানো হবে। বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেওয়া ও সাফাইয়ের কাজে জোর দেওয়া হবে। সকালের দিকে ১০ জন পুরকর্মীকে প্রতিটি ওয়ার্ডে অতিরিক্ত তিন ঘণ্টা সাফাইয়ের কাজে নিযুক্ত করা হবে।
advertisement
আরও পড়ুন: টুইটার ছাড়লেন করণ জোহর! মুছে ফেললেন অ্যাকাউন্ট, তাঁর শেষ টুইটে রেখে গেলেন রহস্য়...
বারবার নোটিশ দেওয়ার পরেও সাফাই করেনি বহু পরিত্য়ক্ত বাড়ির মালিক, তাই এইবার পুরসভা নিজেই দায়িত্ব নিয়ে করবেন কাজ। প্রসঙ্গত, সোমবার পর্যন্ত পুরসভা এলাকায় ডেঙ্গি আক্রান্ত ১১৮, অ্য়াক্টিভ রোগীর সংখ্য়া ৪৩। পুর হাসপাতালে ভর্তি ২৪। চেয়ারম্য়ান পারিষদ সঞ্জয় দাসের কথায়, মশাবাহিত রোগ নিয়ে বৈঠক পরিকল্পনা করা হয়েছে, সচেতনতার প্রচারের কথাও বলা হয়েছে।
