TRENDING:

দায় এড়ানোর চেষ্টা? ফেসবুক হ্যান্ডলারকে বরখাস্ত করল সাউথ সিটি

Last Updated:

এবার শপিং মলের ফেসবুক হ্যান্ডলারকে বরখাস্ত করা হল ৷ ভবিষ্যতে এর পুনরাবৃত্তি হবে না বলেও আশ্বাস সাউথ সিটি মলের ভাইস প্রেসিডেন্টের ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বিতর্কের আঁচ কমতেই চাই না ৷ আর সেই আগুন থেকে গা বাঁচাতেই একের পর এক বিষয়ে পিছু হটছে সাউথ সিটি কর্তৃপক্ষ ৷ এবার মলের ফেসবুক হ্যান্ডলারকে বরখাস্ত করা হল ৷
advertisement

গতকালই বলা হয়েছিল সাউথ সিটি মলে নাকি নার্সিং রুম রয়েছে ৷ কিন্তু সে খবর জানা ছিল না ওই সংশ্লিষ্ট নিরাপত্তারক্ষীর! এটা কী করে সম্ভব হল?

বাচ্চাকে স্তন্যপান করাতে গিয়ে সাউথ সিটি মলের কর্মীদের অসংবেদনশীল আচরণের সম্মুখীন হয়েছিলেন অভিলাষা দাশ অধিকারী৷ খবর চাউর হতেই বিতর্ক ছড়িয়ে পড়ে ৷ ঘটনার তীব্র প্রতিবাদ করে মলের ফেসবুক হ্যান্ডেলে গিয়ে নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করেন অভিলাষা ৷ প্রথমে সাউথ সিটির তরফে এই পোস্টে বিরূপ মন্তব্য করা হয় ৷ মলের অনমনীয় মনোভাব ব্যক্ত হতেই তোলপাড় শুরু হয় সোশ্যাল মিডিয়ায় ৷

advertisement

পরে অবশ্য পরিস্থিতি সামাল দিতে নেমে আগের পোস্টের জন্য ক্ষমা চেয়ে নেওয়া হয় ৷ দায় চাপানো হয় ওই নিরাপত্তাকর্মীর ঘাড়ে ৷ বলা হয় শপিং মলে আগে থেকেই ছিল নার্সিং রুম ৷ ওই কর্মী তা জানতেন না ৷ সিসিটিভি ফুটেজের মাধ্যমে ওই কর্মীকে সনাক্ত করার চেষ্টা চলছে, এমনই দাবি শপিং মল কর্তৃপক্ষের ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এবার শপিং মলের ফেসবুক হ্যান্ডলারকে বরখাস্ত করা হল ৷ ভবিষ্যতে এর পুনরাবৃত্তি হবে না বলেও আশ্বাস সাউথ সিটি মলের ভাইস প্রেসিডেন্টের ৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
দায় এড়ানোর চেষ্টা? ফেসবুক হ্যান্ডলারকে বরখাস্ত করল সাউথ সিটি