TRENDING:

South Calcutta Law College Case: ছিঁড়ে দিয়েছিল জামা...সেই ২০১৭ থেকে শুরু, শেষ হল ২০২৫-এ! মনোজিৎ এখন কী দাবি করছে জানেন?

Last Updated:

কলেজের ছাত্রছাত্রীদের একাংশ জানিয়েছে, এই ম্যাঙ্গো দা’র ভয়ে নাকি কলেজেও আসতে চাইত না তারা৷ কলেজ ক্যাম্পাস থেকে শুরু করে পিকনিক, সব জায়গায় মেয়েদের, বিশেষ করে জুনিয়র মেয়েদের টার্গেট করত৷ মুখে বোন-বোন করলেও তার ফেভারিট পিক আপ লাইন হয়ে যেত, ‘‘আমায় বিয়ে করবি?’’ গত ২৫ জুন বিকেলের দিকে নির্যাতিতাকেও এই একই প্রশ্ন করেছিল মনোজিৎ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ২০১২-১৩ নাগাদ শুরু৷ তখন কসবা কলেজেই ল পড়তে ভর্তি হয়েছিল৷ কিন্তু, এর মাঝেই একদিন রাতে চেতলা এলাকায় মদ খেয়ে বাঁধিয়ে ফেলে বিরাট গণ্ডগোল৷ অভিযোগ, সেই সময় ক্যাটারিংয়ের একটি ছেলের পেটে নাকি ছুরি বসিয়েছিল মনোজিৎ মিশ্র৷ তারপর বেশ কয়েক বছর ফেরার৷ বাবার দৌড়াদৌড়িতে সেবার নাকি পুলিশের খাতায় নামটা ওঠেনি কিন্তু, ২০১৭-এ কলকাতায় ফিরে আসার পরেও বিষয়টা আটকানো গেল কই৷ শুরু হয়ে গেল একের পর এক ঘটনা৷ একের পর কেস৷
News18
News18
advertisement

এক এক করে আসা যাক সেই সমস্ত কেসের কথায়৷

প্রথমে ২০১৭, এপ্রিল, এক ব্যক্তিকে মারধর, কলেজ ক্যাম্পাসে ভাঙচুর

২০১৯ এর জুলাই সাউথ ক্যালকাটা ল কলেজেই এক ছাত্রীর জামা ছিঁড়ে দেওয়ায় অভিযোগ দায়ের

২০১৯ এর ডিসেম্বরে এক বন্ধুর বাড়ি থেকে মিউজিক সিস্টেম,পারফিউম, চশমা চুরি

২০২২ এর মার্চে এক মহিলার শ্লীলতাহানি

২০২৪ সালের মে মাসে কলেজের নিরাপত্তারক্ষীকে মারধর, কলেজের সম্পত্তি ধ্বংস

advertisement

আরও পড়ুন: পেটে ছুরি ঢুকিয়ে দিয়েছিল, বেশ কয়েক বছর ছিল ফেরার! মনোজিতের এক একটা কেস শুনলে তাজ্জব হতে হয়

থানা কখনও কসবা, কখনও আনন্দপুর, কখনও টালিগঞ্জ, কখনও কালীঘাট, কখনও হরিদেবপুর৷ থানা আলাদা অভিযুক্তের নাম এক, মনোজিৎ মিশ্র৷

কলেজের ছাত্রছাত্রীদের একাংশ জানিয়েছে, এই ম্যাঙ্গো দা’র ভয়ে নাকি কলেজেও আসতে চাইত না তারা৷ কলেজ ক্যাম্পাস থেকে শুরু করে পিকনিক, সব জায়গায় মেয়েদের, বিশেষ করে জুনিয়র মেয়েদের টার্গেট করত৷ মুখে বোন-বোন করলেও তার ফেভারিট পিক আপ লাইন হয়ে যেত, ‘‘আমায় বিয়ে করবি?’’ গত ২৫ জুন বিকেলের দিকে নির্যাতিতাকেও এই একই প্রশ্ন করেছিল মনোজিৎ৷

advertisement

আরও পড়ুন: পুলিশের হাতে এবার জাইবের CCTV ফুটেজ! ঘটনার মাঝেই কলেজের বাইরে…মিলিয়ে দেখা হচ্ছে সব

কলেজের ছাত্ররা জানিয়েছে যে মনোজিৎ ছাত্রীদের ছবি তুলত, তারপর সেগুলো বিকত করে হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়িয়ে দিত। ছাত্রীদের যখন তখন কটূক্তি, বডি শেম করা ছিল তার অভ্যেস৷ কলেজের নিরাপত্তারক্ষীরাও তাকে ভয় পেত৷ বেশি কিছু বললেই মনোজিৎ নাকি বলত, উঁচু তলার নেতাদের সঙ্গে তার ওঠাবসা৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

পুলিশ জানিয়েছে, গত ২৫ জুন ধর্ষণ করার অভিযোগ সে অস্বীকার করেছে৷ সে জানিয়েছে, যা হয়েছিল, উভয়পক্ষের সম্মতিতেই হয়েছিল৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
South Calcutta Law College Case: ছিঁড়ে দিয়েছিল জামা...সেই ২০১৭ থেকে শুরু, শেষ হল ২০২৫-এ! মনোজিৎ এখন কী দাবি করছে জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল