TRENDING:

Kasba College: কী অবস্থা! অনির্দিষ্ট কালের জন‍্য বন্ধ করে দেওয়া হল কসবার ল কলেজ! ওয়েবসাইটে দেওয়া হল নোটিস, কী কারণ দেখানো হল?

Last Updated:

Kasba College: অনির্দিষ্ট কালের জন‍্য বন্ধ থাকছে সাউথ ক‍্যালকাটা ল কলেজ। কলেজের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে জানান হয়েছে কলেজ বন্ধ থাকার কথা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: অনির্দিষ্ট কালের জন‍্য বন্ধ থাকছে সাউথ ক‍্যালকাটা ল কলেজ। কলেজের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে জানান হয়েছে কলেজ বন্ধ থাকার কথা। বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, আপাতত গভর্নিং বডির সিদ্ধান্তক্রমে সমস্ত বিএ.এলএলবি ও এলএল.এম ক্লাস বন্ধ থাকবে। কলেজ চত্বরে কোনও পড়ুয়া প্রবেশ করতেও পারবেন না বলেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। আগামী নোটিস না দেওয়া পর্যন্ত বন্ধই থাকবে কলেজ।
কী অবস্থা! অনির্দিষ্ট কালের জন‍্য বন্ধ করে দেওয়া হল কসবার ল কলেজ! ওয়েবসাইটে দেওয়া হল নোটিস, কী কারণ দেখানো হল?
কী অবস্থা! অনির্দিষ্ট কালের জন‍্য বন্ধ করে দেওয়া হল কসবার ল কলেজ! ওয়েবসাইটে দেওয়া হল নোটিস, কী কারণ দেখানো হল?
advertisement

সোমবার নিরাপত্তার দাবিতে কলেজে এসেছিলেন একদল পড়ুয়া। উপাচার্যের সঙ্গে দেখা করতে চেয়ে ক্যাম্পাসে জমায়েত করেছেন পড়ুয়ারা। কিন্তু উপাচার্যের সঙ্গে যোগাযোগ করা যায়নি বলে অভিযোগ। তাঁরা উপাচার্যকে দেওয়ার জন্য একটি ডেপুটেশন তৈরি করেছেন।

আরও পড়ুন: পিশাচ একটা! কলেজ পিকনিকে গিয়ে কী করেছিল মনোজিৎ! আড়াল থেকে বেরল ভয়াবহ সত্য, শুনে আঁতকে উঠবেন

advertisement

কলকাতার ১০ থেকে ১২টি আইন কলেজের ছাত্রছাত্রী এবং প্রাক্তনী সোমবার জড়ো হয়েছিলেন কসবায়। দুষ্কৃতীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কসবা থানা থেকে সাউথ ক্যালকাটা ল কলেজ পর্যন্ত হাতে প্ল্যাকার্ড নিয়ে মিছিল করেন তাঁরা।

আরও পড়ুন: সাদা সাদা হয়ে গিয়েছে দেওয়াল-মেঝে? বর্ষায় ড‍্যাম্প ধরে ভেজা ভাব? ৬ উপায় জেনে নিন, বৃষ্টি যতই হোক, ড‍্যাম্প আর ধরবে না

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রসঙ্গত, সাউথ ক্যালকাটা ল কলেজের ছাত্রীকে ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত মনোজিত্‍ মিশ্রের বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ। দাবি, এর আগেও বহু ছাত্রীর সঙ্গে অভব‍্য আচরণ করেছেন মনোজিত্‍। কলেজের পিকনিকে গিয়ে মনোজিৎ জুনিয়রের সঙ্গে অভ্যব আচারণের অভিযোগ রয়েছে।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Kasba College: কী অবস্থা! অনির্দিষ্ট কালের জন‍্য বন্ধ করে দেওয়া হল কসবার ল কলেজ! ওয়েবসাইটে দেওয়া হল নোটিস, কী কারণ দেখানো হল?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল