সোমবার নিরাপত্তার দাবিতে কলেজে এসেছিলেন একদল পড়ুয়া। উপাচার্যের সঙ্গে দেখা করতে চেয়ে ক্যাম্পাসে জমায়েত করেছেন পড়ুয়ারা। কিন্তু উপাচার্যের সঙ্গে যোগাযোগ করা যায়নি বলে অভিযোগ। তাঁরা উপাচার্যকে দেওয়ার জন্য একটি ডেপুটেশন তৈরি করেছেন।
আরও পড়ুন: পিশাচ একটা! কলেজ পিকনিকে গিয়ে কী করেছিল মনোজিৎ! আড়াল থেকে বেরল ভয়াবহ সত্য, শুনে আঁতকে উঠবেন
advertisement
কলকাতার ১০ থেকে ১২টি আইন কলেজের ছাত্রছাত্রী এবং প্রাক্তনী সোমবার জড়ো হয়েছিলেন কসবায়। দুষ্কৃতীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কসবা থানা থেকে সাউথ ক্যালকাটা ল কলেজ পর্যন্ত হাতে প্ল্যাকার্ড নিয়ে মিছিল করেন তাঁরা।
প্রসঙ্গত, সাউথ ক্যালকাটা ল কলেজের ছাত্রীকে ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত মনোজিত্ মিশ্রের বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ। দাবি, এর আগেও বহু ছাত্রীর সঙ্গে অভব্য আচরণ করেছেন মনোজিত্। কলেজের পিকনিকে গিয়ে মনোজিৎ জুনিয়রের সঙ্গে অভ্যব আচারণের অভিযোগ রয়েছে।