TRENDING:

ভোটের আগে কলকাতার পুলিশ কমিশনার বদল, ২০১৬-র মতোই ফের দায়িত্বে সৌমেন মিত্র

Last Updated:

এর পাশাপাশি রাজ্যের এডিজি আইনশৃঙ্খলা পদেও বদল করা হয়েছে৷ জ্ঞানবন্ত সিং-এর জায়গায় এই দায়িত্বে আসছেন জাভেদ শামিম৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: নির্বাচনের আগেই কলকাতার পুলিশ কমিশনার পদে বদল৷ অনুজ শর্মার জায়গায় কলকাতার নতুন নগরপাল হলেন সৌমেন মিত্র৷  তিন বছর হয়ে যাওয়ার কারণেই নিয়ম মেনে পুলিশ কমিশনার পদে বদল করা হচ্ছে বলে খবর৷
advertisement

প্রসঙ্গত ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের আগেও কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারের জায়গায় সৌমেন মিত্রকে নগরপালের দায়িত্ব দেওয়া হয়েছিল৷ সৌমেন মিত্রের নেতৃত্বে যেভাবে কড়া হাতে ভোটের সময় দায়িত্ব পালন করেছিল কলকাতা পুলিশ, তা সব মহলেরই প্রশংসা কুড়িয়েছিল৷

এর পাশাপাশি রাজ্যের এডিজি আইনশৃঙ্খলা পদেও বদল করা হয়েছে৷ জ্ঞানবন্ত সিং-এর জায়গায় এই দায়িত্বে আসছেন জাভেদ শামিম৷অনুজ শর্মাকে এডিজি সিআইডি পদে বদলি করা হয়েছে৷

advertisement

প্রসঙ্গত রাজ্য এবং কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে নির্বাচন কমিশনের কাছেও বার বার অভিযোগ জানাচ্ছেন বিরোধীরা৷ কলকাতায় এসে অনুজ শর্মা এবং জ্ঞানবন্ত সিং-কে  কড়া বার্তা দিয়েছিল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ৷ মনে করা হচ্ছিল, রাজ্য সরকার আগে থেকে পুলিশের শীর্ষ স্তরে রদবদল না করলে ভোট ঘোষণার পর নির্বাচন কমিশনই এই পদক্ষেপ করত৷ সেই সুযোগ না দিয়ে আগেভাগেই রদবদল সেরে রাখল রাজ্য৷ যাতে কমিশনের তরফেও অভিযোগের সুযোগ না থাকে৷

advertisement

বেশ কয়েকটি কমিশনারেটেও কমিশনার পদে বদল করা হয়েছে৷ হাওড়ার কমিশনার হয়েছেন সি সুধাকর৷ বিধাননগরের নতুন সিপি হলেন সুপ্রতিম সরকার৷ ব্যারাকপুরের কমিশনার হলেন অজয় নন্দা৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Sukanta Mukherjee

বাংলা খবর/ খবর/কলকাতা/
ভোটের আগে কলকাতার পুলিশ কমিশনার বদল, ২০১৬-র মতোই ফের দায়িত্বে সৌমেন মিত্র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল