একশো বছর পেরিয়ে আজও চাহিদা কমেনি এক টাকার নোটের। বহু সংগ্রাহকের দেরাজে জায়গা করে নিয়েছে এক টাকার নোট। শুধু শতবর্ষ পেরিয়ে যাওয়ার জন্য নয়। ইতিহাসের পাতাতেও এক টাকার নোটের গুরুত্ব যথেষ্ট।
একশো ছুঁয়েছে এক টাকার নোট। কুলটির নিয়ামতপুরের বাসিন্দা তন্ময় মণ্ডল। তাঁর সংগ্রহে রয়েছে ভারতের প্রথম এক টাকা।
জন্মশতবর্ষে অমিল এক টাকার নোট। উত্তরবঙ্গে কার্যত অচল ছোট এক টাকার কয়েন। কেউ এক টাকার কয়েন নিতে রাজি নয়। এই পরিস্থিতিতে এক টাকার নোট পর্যাপ্ত বাজারে এলে সমস্যা মিটতে পারে বলে দাবি ব্যবসায়ীদের।
advertisement
এক টাকা নোটের একাধিক বিশেষত্ব রয়েছে। আরবিআইয়ের গভর্নর নয়, এক টাকার নোটে সই থাকে অর্থ সচিবের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 03, 2017 5:53 PM IST