TRENDING:

Solar Eclipse 2020| কোন সময় দেখবেন সূর্যগ্রহণ? কী হবে প্রভাব...

Last Updated:

মহাজাগতিক এই সব বিষয়গুলি নিয়ে নানা ধরণের কুসংস্থার যুক্ত থাকে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ২১ জুন সূর্যগ্রহণের সাক্ষী থাকতে তৈরি হয়ে যান৷ তবে পূর্ণ নয়, একে বলয়গ্রাস সূর্যগ্রহণ বলছেন বিশেষজ্ঞরা৷ যা ভারতের আকাশেও দেখা যাবে রবিবার৷ এদিন সূর্যকে ঢেকে দেবে চাঁদ এবং বার্ষিক এই গ্রহণে পুরো অন্ধকার হয়ে যাবে না৷ তবে তৈরি হবে আগুনের আংটি! ভারতের বিভিন্ন প্রান্ত থেকে দেখা যাবে এই গ্রহণ৷
advertisement

সকাল ১০ থেকে শুরু হবে এই গ্রহণ যা চলবে ১১.৫০ মিনিট পর্যন্ত এবং সেই সময় প্রায় গোটা সূর্য ঢেকে যাবে চাঁদের ছায়ায়৷ ১ মিনিটের কিছুটা বেশি সময় এই গ্রহণ প্রত্যক্ষ করা যাবে৷ দেশের বিভিন্ন জায়গা থেকে গ্রহণ চাক্ষুস করা গেলেও রাজস্থান, হরিয়ানা এবং উত্তরাখণ্ডে তা খুব স্পষ্ট দেখা যাবে৷ কলকাতা থেকেও সূর্যগ্রহণের দেখা মিলবে৷ তবে খালি চোখে সূর্যগ্রহণ দেখতে বারণ করেছেন বিশেষজ্ঞরা৷

advertisement

গ্রহণ শুরু হওয়ার সময়- ২১ জুন সকাল ৯.১২ মিনিটে

প্রথম পূর্ণ গ্রহণ যখন থেকে শুরু হবে- ১০.১৭ মিনিট

পুরোপুরি সূর্যগ্রহণ দেখা যাবে- দুপুর ১২.১০ মিনিট

যতক্ষণ দেখা যাবে সূর্যগ্রহণ- দুপুর ২.০২ মিনিট

গ্রহণ কেটে যাবে- দুপুর ৩.০৪ মিনিট

ভারত ছাড়াও এই সূর্যগ্রহণ দেখা যাবে আফ্রিকা মহাদেশে৷ যেমন মধ্য আফ্রিকা রিপাবলিক, কঙ্গো, ইথোপিয়া৷ এছাড়াও পাকিস্তান ও চিন থেকেও গ্রহণ দেখা যাবে৷ মহাজাগতিক এই সব বিষয়গুলির সঙ্গে নানা ধরনের কুসংস্থার যুক্ত থাকে৷ যেমন গ্রহণের সময় রান্না না করা বা না খাওয়া৷ আসলে সূর্যের রশ্মিতে হাওয়ায় ভেসে বেড়ানো ধূলিকণা বা জীবাণুর মৃত্যু হয়৷ ফলে সূর্যের তাপ যখন কমবে তাতে কিছুটা প্রভাব পড়বে৷ সে কারণে খেতে বা রান্না করতে নিষেধ করা হয়৷ তার সঙ্গে এবার যুক্ত হয়েছে করোনা মহামারী৷ অনেকেই তাই গ্রহণের জন্য বেশি সতর্ক হয়ে রয়েছেন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অন্যদিকে চেন্নাইয়ের নিউক্লিয়ার অ্যান্ড আর্থ সায়েনটিস্ট (Nuclear and Earth Scientist) ডঃ কে এল সুন্দর কৃষ্ণার(Dr. KL Sundar Krishna) দাবি সূর্যগ্রহণ আর করোনা সংক্রমণের সঙ্গে গভীর ভাবে যোগাযোগ রয়েছে৷ ২১ জুন সূর্যগ্রহণ দিয়ে শেষ হবে করোনার প্রকোপ, দাবি তাঁর৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Solar Eclipse 2020| কোন সময় দেখবেন সূর্যগ্রহণ? কী হবে প্রভাব...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল