ফিল্ম প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্মসও CRY-র এই প্রচেষ্টায় যোগ দিয়েছে ৷ রবিবার টুর্নামেন্ট দেখতে হাজির ছিলেন ‘আসছে আবার শবর’ ছবির কলাকুশলীরাও ৷ অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়, শুভ্রজিৎ দত্ত, দর্শনা বণিক, দিতি সাহা, ইন্দ্রনীল সেনগুপ্ত, গৌরব চক্রবর্তীরা মাঠে উপস্থিত থেকে আগাগোড়া উৎসাহ দিয়ে গিয়েছেন ফুটবলারদের ৷
CRY-এর পূর্বাঞ্চলের আঞ্চলিক ডিরেক্টর অতিন্দ্র নাথ দাস বলেন, ‘‘ কর্পোরেটের কর্মীরা যেভাবে নিজেদের ব্যস্ততার মধ্যেই এই টুর্নামেন্টে অংশ নিয়ে আমাদের প্রচেষ্টাকে সার্থক করে তুলেছেন , তার জন্য তাঁদের অসংখ্য ধন্যবাদ ৷ দুঃস্থ শিশুদের সাহায্যের জন্য অনেক বছর ধরেই কাজ করে আসছে CRY ৷ সেই কাজকে আরও সফল করে তুলতে এগিয়ে এসেছে বিভিন্ন কর্পোরেট সংস্থাও ৷ ’’
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 11, 2017 3:50 PM IST