TRENDING:

Sealdah Metro|| দীর্ঘ অপেক্ষার অবসান, আজই শিয়ালদহ মেট্রো স্টেশনের উদ্বোধন, কবে শুরু যাত্রী পরিবহণ?

Last Updated:

Smriti Irani inaugurate Sealdah Metro Station: আজ উদ্বোধন হতে চলেছে শিয়ালদহ মেট্রো স্টেশন। উদ্বোধন করবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। মেট্রো স্টেশন শিয়ালদহে হলেও, হাওড়া ময়দান স্টেশন থেকে তা উদ্বোধন করবেন কেন্দ্রীয় মন্ত্রী। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: দীর্ঘ অপেক্ষার অবসান। অবশেষে আজ উদ্বোধন হতে চলেছে শিয়ালদহ মেট্রো স্টেশন। উদ্বোধন করবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। মেট্রো স্টেশন শিয়ালদহে হলেও, হাওড়া ময়দান স্টেশন থেকে তা উদ্বোধন করবেন কেন্দ্রীয় মন্ত্রী।
শিয়ালদহ মেট্রো স্টেশন।
শিয়ালদহ মেট্রো স্টেশন।
advertisement

শিয়ালদহ মেট্রো স্টেশন উদ্বোধন ঘিরে শুরু হয়েছে একাধিক রাজনৈতিক তরজা। মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি বলে সরব হয়েছিল বাংলার শাসক দল। যদিও মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, দুই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং প্রসূন বন্দ্যোপাধ্যায়কে। বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় এবং পরেশ পালকে। আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যপাল জগদীপ ধনখড়কেও।

advertisement

আরও পড়ুন: সপ্তাহের প্রথমদিন কেমন থাকবে আবহাওয়া? কোন কোন জেলা ভাসবে বৃষ্টিতে? জানুন...

আজ সোমবার বিকেলে শিয়ালদহ মেট্রো স্টেশন উদ্বোধন হলেও, মেট্রোর বাণিজ্যিক যাত্রা শুরু হবে আগামী বৃহস্পতিবার। সাধারণত মেট্রো স্টেশন যে দিন উদ্বোধন হয়, তার পরের দিন থেকেই শুরু হয়ে যায় যাত্রী চলাচল। এখানে মাঝে আরও দু'দিনের অপেক্ষা কেন? মেট্রো রেল সূত্রে খবর, শুভ যোগ দেখেই মেট্রোর বাণিজ্যিক যাত্রা শুরু হবে। আপাতত স্থির হয়েছে, দিনে ১০০ মেট্রো চলবে। এতদিন পর্যন্ত মেট্রো চলত সকাল আট'টা থেকে সন্ধ্যা সাড়ে সাত'টা পর্যন্ত৷ সিদ্ধান্ত হয়েছে মেট্রো চলবে সকাল সাত'টা থেকে রাত সাড়ে ন'টা পর্যন্ত। আপাতত মেট্রো চালানো হবে অফিস সময়ে ১৫ মিনিট অন্তর এবং বাকি সময়ে ২০ মিনিটের ব্যবধানে।

advertisement

শিয়ালদহ মেট্রো স্টেশনে যাত্রী সংখ্যা, অন্যান্য স্টেশনের তুলনায় অনেকটাই বেশি হবে৷ কারণ শিয়ালদহ মেট্রো স্টেশনের সঙ্গে জুড়ে রয়েছে শিয়ালদহ রেল স্টেশনের নাম। শিয়ালদহ ডিভিশনের একাধিক শাখা থেকে প্রচুর যাত্রী আসবেন, যারা মেট্রো ব্যবহার করে বাইপাস, সল্টলেক বা সেক্টর ফাইভ যেতে পারবেন। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, আমাদের ধারণা ৪৫-৫০ হাজার যাত্রী এই স্ট্রেচের জন্য বাড়তে চলেছে। বর্তমানে সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত মেট্রো চালু থাকলেও তা লাভজনক নয়৷ বর্তমানে শিয়ালদহ চালু হয়ে গেলে, এই গোটা প্রকল্প লাভজনক হবে বলে আশাবাদী রেল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ABIR GHOSHAL

বাংলা খবর/ খবর/কলকাতা/
Sealdah Metro|| দীর্ঘ অপেক্ষার অবসান, আজই শিয়ালদহ মেট্রো স্টেশনের উদ্বোধন, কবে শুরু যাত্রী পরিবহণ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল