অনেকদিন আগেই শোনা গিয়েছিল বিয়ে করছেন। এবার হবু বর তথা প্রেমিকের সঙ্গেই অন্তরঙ্গ মুহূর্তের ছবি দিলেন নন্দিনীদি। বিছানায় শুয়ে হবু বরের সঙ্গে খুনসুটিতে মগ্ন নন্দিনী। আসলে এদিন ছিল তাঁর প্রেমিকের জন্মদিন। তাই বার্থডে উইশ হিসাবেই এটি পোস্ট করেছেন তিনি।
সম্প্রতি জানা যাচ্ছে, ডালহৌসিতে তাঁর দোকান বন্ধ হলেও তিনি নতুন শাখা নিয়ে ফিরছেন উত্তর কলকাতায়। এই বিষয়ে তিনি বলেন, ‘যা রটেছে সেরকমটা একদমই ঘটছে না। এমনিতেও এই লড়াইটা আজকের না। এটা শেষ ৩-৪ বছরের লড়াই। হুট করে বলল চলে যাও, আর চলে যাওয়া তো যায় না।’
হোটেল বন্ধ প্রসঙ্গে নন্দিনীর জবাব, ‘আমি প্রথম থেকে বলেছি এটা আমার স্থায়ী ঠিকানা নয়। এখানে আমি ভাড়া নিয়ে কাজ করেছি। হ্যাঁ আগে হলে আমি হয়তো চাকরি জীবনে ফেরত যেতাম। এখন আর চাকরি জীবনে ফিরব না। আরেকটা কিছু শুরু করব। অবশ্য আরেকটা নয়, আরও বহু। তবে রেস্তোরাঁ নয়, পাইস হোটেলই খুলব।’ যা জানা যাচ্ছে, তা হল, উত্তর কলকাতায় এবং নিউ টাউনে, অর্থাৎ মোট দুটো শাখা আসতে চলেছে তার হোটেলের।