এর মধ্যেই আন্দোলনকারীদের সঙ্গে বসে কথা বলতে দেখা গেল কুণালকে। বিক্ষোভ শুরু হয়েছে রাস্তা অবরোধ করে। জানা যায়, বিক্ষোভকারীরা কর্মশিক্ষা ও শারীরশিক্ষা চাকরিপ্রার্থী। ১৫০-১৭০ জনের জমায়েত করে হাইকোর্টের দিকে আসার কথা।
আরও পড়ুন- রাত হলেই আপনার মুখের উপর ‘উৎসব’ করে এই প্রাণীরা! খেতে আসে তেল…! ভয়ঙ্কর সত্যি
শেষমেষ ছয় জনকে আদালতে যাওয়ার অনুমতি দেওয়া হয়। পুলিশের সঙ্গে কথা বলেন তৃণমূলের সর্বভারতীয় মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বিক্ষোভকারীদের বলেন, “রাজ্য সরকার আপনাদের চাকরি দিতে প্রস্তুত। এই টালবাহানা যথাযথ নয়। আপনারা আজ আদালতে গিয়ে আপনাদের দাবি জানান। আমি কথা বলছি বাকিটা।”
advertisement
আরও পড়ুন- শিরদাঁড়ার পর হাতে মস্তিষ্ক! স্বাস্থ্য ভবন অভিযানে চিকিৎসকরা, দেওয়া হল ডেডলাইন
৯ বছর ধরে পরীক্ষা হয়নি স্কুল সার্ভিস কমিশনের। অপেক্ষায় বয়স বাড়ছে প্রার্থীদের। এর আগেও দীর্ঘদিন ধরে অবস্থান বিক্ষোভ করেছেন প্রার্থীরা। আদালতের আশ্বাস ছিল, শীঘ্রই হবে নিয়োগের পরীক্ষা। সেই মতো কোনও কিছুই না হওয়ায় ফের আন্দোলনে শামিল হয়েছেন শিক্ষক পদ প্রার্থীরা।