দক্ষিণেশ্বরের আদলে কালীঘাটেও স্কাইওয়াক। দক্ষিণেশ্বরে স্কাইওয়াকে উদ্বোধনে গিয়ে আগেই স্বপ্নের প্রকল্পের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এবার সেই প্রকল্পই বাস্তবায়িত হওয়ার পথে। তার নকশা চূড়ান্ত। সেই নকশাই নিউজ এইটিন বাংলার হাতে. কাজ শুরুর সম্ভাবনা পুজোর আগেই। কেএমডিএ ও কলকাতা পুরসভার সহযোগিতায় কাজ শুরু হবে।
কী থাকছে কালীঘাটের স্কাইওয়াকে?
প্রতি প্রান্তে দু'টি করে এসকালেটর থাকছে। লিফট থাকছে তিনটি করে। এছাড়াও থাকছে সিঁড়ি। পরিবেশ সচেতনতার কথা মাথায় রেখে স্কাইওয়াক সাজানোর কাজ করা হবে বলে কেএমডিএ ও কলকাতা পুরসভা সূত্রে খবর।
advertisement
কালীঘাটের স্কাইওয়াক ১০ দশমিক পাঁচ মিটার চওড়া হবে। আর লম্বা হবে ৪০৫ মিটার। নীচে গাড়ি চলাচলের ব্যবস্থা থাকছে।
কালীঘাট মন্দির সংলগ্ন এলাকায় প্রায় পাঁচশো দোকান রয়েছে। তাদের পুনর্বাসনের ব্যবস্থাও পরিকল্পনা নিয়েছে প্রশাসন। স্কাইওয়াক তৈরির খবরে খুশি ব্যবসায়ীরা। তবে তাঁদের আশা, সঠিকভাবে পুনর্বাসনের সিদ্ধান্ত নেবে পুরসভা।
৭৫ কোটি টাকা ব্যয়ে আধুনিকমানের এই স্কাইওয়াক ১৮ মাসের মধ্যে শেষ করার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা।