১৭মে সিআইডি সিটের টিমের আধিকারিকরা শীতলকুচিতে ঘটনাস্থল পরিদর্শন করে | সেখানে ১২৬ নম্বর বুথের ভিতরে তাক করে যে গুলি চলেছিল তা তদন্তে উঠে আসে | এরপর তা নিশ্চিত করতে ফরেন্সিকের ব্যালেস্টিক টিমের সদস্যরা ঘটনাস্থলে পরিদর্শন করেন | সেখানে তাঁরা সিআইডিকে প্রাথমিক ভাবে জানান ব্ল্যাকবোর্ডে যে গুলি লেগেছিল তা রাইফেলের গুলি | সিআইডি সূত্রে খবর , এই ঘটনায় ৬ জন কেন্দ্রীয় বাহিনী সদস্যকে তিন বার তলব করা হয়েছিল | কিন্তু তা সত্ত্বেও তাঁরা কেউই ভবানী ভবনে এসে হাজির হননি বলে দাবি সিআইডির | সিআইডি সূত্রে খবর, গত ১২ মে মাথাভাঙ্গা SDPO সুরজিৎ মণ্ডলকে ভবানী ভবনে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় | ১১ মে মাথাভাঙ্গার এসআই গোবিন্দ দাসকে ভবানী ভবনে তলব করে জিজ্ঞাসাবাদ করা হয় | ঘটনার দিন আরটি মোবাইলের দায়িত্বে ছিল গোবিন্দ দাস | ১৯মে মাথাভাঙ্গা IC বিসাশ্রয় সরকার এবং সেক্টর অফিসার ASI রফা বর্মন, এবং কিউআরটি অফিসার ASI সুব্রত মন্ডলকে ভবানী ভবনে তলব করে জিজ্ঞাসাবাদ করা হয় | গত ২৫ মে DMDC মাথাভাঙ্গা টি ভুটিয়া (যিনি রিটার্নিং অফিসার) এবং মাথাভাঙ্গার বিডিও সম্বল ঝা (যিনি অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের ভূমিকায় ছিলেন) তাদেরকেও তলব করে জিজ্ঞাসাবাদ করা হয় ভবানী ভবনে | রেকর্ড করা হয় অফিসারদের বয়ান | প্রত্যক্ষদর্শীদের বয়ানও রেকর্ড করে সিআইডি |
advertisement
সিআইডি সূত্রে খবর, ব্যালেস্টিক টিমের প্রাইমারি ওপিনিয়ন অনুসারে রাইফেলের গুলি ঘটনার দিন বুথের দিকে তাক করে ছোড়া হয়েছিল | পুলিশের দাবি, ঝামেলা হচ্ছিল বুথের বাইরে সেক্ষেত্রে আত্মরক্ষার্থে গুলি চালানো হলে, কেন বুথের ভিতর গুলি ছোড়া হল৷ এই প্রশ্ন মুখ্য হয়ে উঠেছে৷ গোটা বিষয়টি তদন্ত করে দেখছে সিআইডির সিটের আধিকারিকরা | আর সেকারণেই এবার কোচবিহারের প্রাক্তন এসপি দেবাশিস ধরকে ১৮ জুন তলব করা হয়েছে ভবানী ভবনে |
