#কলকাতা: লকডাউনে খাবারের অভাব এখন অনেকটাই কমেছে। খাবার পৌঁছে দেওয়ার দাইত্ব নিয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা থেকে এলাকার জনপ্রতিনিধিরা। শুক্রবার এলাকার কাউন্সিলেরর পাঠানো খাবার দিতে গিয়ে কিছু লোক পচা গলা গন্ধ পায়। প্রথমে সন্দেহ না হলেও পরে বোঝা যায় দে বাড়ি থেকেই আসছে গন্ধ।
প্রথমে ডাকাডাকি করার পরেও দিদি মহাশ্বেতা দে কোনও কথা না বলায় খবর দেওয়া হয় ভবানীপুর থানায়। সেই খবর যেতেই থানার তদন্তকারী অফিসাররা ঘটনাস্থলে এসে ডাকাডাকি করেন দিদি মহাশ্বেতা দে-কে । কিন্তু ভাইয়ের কথা জানতে চাওয়ায় তিনি এড়িয়ে যান। পরে জানানো হয়, ভাই শান্তনু দে পাশের ঘরে আছেন । এরপর পুলিশ বাড়ির ভিতরে ঢুকে দেখে, বছর পঞ্চাশের শান্তনু দে-র পচা গলা দেহ পড়ে রয়েছে। পুলিশ সূত্রে খবর, শান্তনু মারা গিয়েছেন তিন-চার দিন আগেই। এলাকার স্থানীয়দের সঙ্গে খুব একটা কথাও বলতেন না মহাশ্বেতা দে বা তাঁর ভাই শান্তনু । স্থানীয়দের দাবি, ভাই অথবা বোন কোন কাজই করতেন না। বেশ কিছু বছর আগে মারা যান তাঁদের বাবা। বাবার সেই সঞ্চয় থেকেই প্রতিদিনের খরচ চালাতেন ভাই-বোন। পুলিশ সূত্রে খবর, মহাশ্বেতা দে মানষিক ভারসাম্যহীন। তাঁর কথায় এখনও স্পষ্ট নয় কিভাবে মৃত্যু হয়েছে ভাইয়ের। বছর ৫৫-র শান্তনুর দেহ এসএসকেএম-এ পাঠানো হয়েছে, দেহ ময়নাতদন্তের পরেই স্পষ্ট হবে মৃত্যুর কারণ।
advertisement