আট-ই মে সমাবর্তন উৎসব। প্রতি বছরের মত এবারও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের জোড়াসাঁকো ক্যাম্পাসে হবে উৎসব। অনুষ্ঠানে এবছর ডি-লিট দেওয়া হচ্ছে একসঙ্গে তিনজনকে। শীর্ষেন্দু মুখোপাধ্যায়, নির্মলা মিশ্র ও অমল পালেকরের হাতে এই সম্মান তুলে দেবেন আচার্য কেশরীনাথ ত্রিপাঠী ।
এই প্রথম নয়। আগেও দুবার ডিলিট পেয়েছেন। তবু রবীন্দ্রনাথ ঠাকুরের নামে বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডি-লিট পেতে এক অন্য অনুভূতি হয়। প্রতিক্রিয়া প্রখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের।
advertisement
শিল্পী নির্মলা মিশ্র অসুস্থ। দেড় বছর ধরে শয্যাশায়ী। তবু ডি-লিট নিতে নিজেই যেতে চান। এছাড়াও ডি-লিট দেওয়া হবে বিশিষ্ট অভিনেতা অমল পালেকরকেও।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
May 04, 2017 1:13 PM IST