TRENDING:

SIR in West Bengal: কলকাতা থেকে জেলা, এসআইআর-এর খসড়া তালিকায় কোন বিধানসভায় বাদ যেতে পারে কত নাম? শীর্ষে দুই চব্বিশ পরগণা

Last Updated:

সীমান্তবর্তী দুই জেলা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগণা মিলিয়েই প্রায় ১৬ লক্ষ নাম বাদ যেতে পারে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
এসআইআর-এর খসড়া তালিকায় রাজ্যের বহু বিধানসভা কেন্দ্র থেকেই বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ যেতে চলেছে৷ কোনও কোনও কেন্দ্রে তো বাদ যাওয়া ভোটারের সংখ্যা ৭০ হাজারও ছাড়িয়ে গিয়েছে৷ এনুমারেশন ফর্ম জমা দেওয়ার প্রক্রিয়া শেষ হওয়ার পর এমনই তথ্য উঠে আসছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর৷
এসআইআর-এ কোন বিধানসভায় কত নাম বাদ?
এসআইআর-এ কোন বিধানসভায় কত নাম বাদ?
advertisement

এই বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে সবথেকে উল্লেখযোগ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুর কেন্দ্র৷ কমিশনের কাছে জমা পড়া তথ্য অনুযায়ী, মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্রে বাদ যেতে পারে ৪৪ হাজার ৭৮৭টি নাম৷ আবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কেন্দ্র নন্দীগ্রাম থেকে বাদ যেতে পারে ১০৫৯৯টি নাম৷

এর পাশাপাশি আর যে যে বিধানসভা কেন্দ্রগুলি থেকে বিপুল সংখ্যক নাম বাদ যেতে পারে তাঁর মধ্যে অন্যতম কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের কেন্দ্র কলকাতা বন্দর৷ এই কেন্দ্র থেকে ৬৩,৭৩০টি নাম বাদ যেতে পারে বলে কমিশন সূত্রে খবর৷ বালিগঞ্জ কেন্দ্রে ৬৫,১৭১ এবং রাসবিহারী কেন্দ্রে ৪২,৫১৯টি নাম বাদ যেতে পারে৷

advertisement

কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের মধ্যে চৌরঙ্গীতে ৭৪,৫৫৩, জোড়াসাঁকোতে ৭২,৯০০ নাম বাদ যেতে পারে৷ কলকাতার অন্যান্য বিধানসভাগুলিতেও বাদ যাওয়া ভোটারের সংখ্যা গড়ে চল্লিশ হাজারের উপরে৷

উত্তরবঙ্গের ক্ষেত্রে ডাবগ্রাম-ফুলবাড়িতে ৩৮,৩৯৫, শিলিগুড়িতে ৩১,১৮১, মালদহের ইংরেজবাজারে ২৩,৯৫৬ নাম বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে৷

সেরা ভিডিও

আরও দেখুন
নতুন বছরের প্রথম দিনে উৎসবের রঙে শিলিগুড়ি, পর্যটকদের ভিড়ে জমজমাট বেঙ্গল সাফারি পার্ক
আরও দেখুন

কলকাতা লাগোয়া বিধাননগর এবং রাজারহাট গোপালপুর কেন্দ্রে যথাক্রমে ৪৪,৯০৬ এবং ৪৭,৬০৪ জনের নাম বাদ যেতে পারে৷ সীমান্তবর্তী দুই জেলা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগণা মিলিয়েই প্রায় ১৬ লক্ষ নাম বাদ যেতে পারে৷ উত্তর চব্বিশ পরগণা জেলার মধ্যে যে ৩২টি বিধানসভা রয়েছে, সেখান থেকেই সম্মিলিত ভাবে ৭ লক্ষ ৯২ হাজার নাম বাদ যেতে পারে৷ দক্ষিণ চব্বিশ পরগণা জেলা জুড়ে বাদ যেতে পারে ৮ লক্ষ ১৬ হাজারেরও বেশি নাম৷ সীমান্তবর্তী অন্যান্য জেলাগুলিতে অবশ্য খসড়া তালিকা বাদ যাওয়া নামের সংখ্যা এত নয়৷ নির্বাচন কমিশন সূত্রে খবর, ভোটারদের মৃত্যু, অন্যত্র চলে যাওয়া, খুঁজে না পাওয়া কারণে সবমিলিয়ে খসড়া তালিকা থেকে ৫৮ লক্ষের বেশি নাম বাদ যেতে চলেছে৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
SIR in West Bengal: কলকাতা থেকে জেলা, এসআইআর-এর খসড়া তালিকায় কোন বিধানসভায় বাদ যেতে পারে কত নাম? শীর্ষে দুই চব্বিশ পরগণা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল