আরও পড়ুনঃ ভারত–ইউরোপীয় ইউনিয়নের মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর, চর্মশিল্পে বাড়বে রপ্তানি ও কর্মসংস্থান
এই অফিসারদের কাজ হবে জেলায় জেলায় গিয়ে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন পর্যবেক্ষণ করা। বিশেষ করে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’, ‘পথশ্রী’, ‘বাংলার বাড়ি’-সহ একাধিক উন্নয়নমূলক প্রকল্পের কাজ কতটা সঠিকভাবে চলছে, তা সরেজমিনে খতিয়ে দেখবেন তাঁরা। প্রয়োজনে ফিল্ড ভিজিট করে প্রকল্পগুলির বাস্তব অবস্থা মূল্যায়ন করবেন।
advertisement
পরিদর্শনের পর প্রতিটি জেলার অগ্রগতি সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট মুখ্য সচিবের কাছে জমা দিতে হবে। রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী ইতিমধ্যেই এ বিষয়ে নির্দেশিকা জারি করেছেন। প্রশাসনিক সূত্রে দাবি, উন্নয়নমূলক কাজে গতি আনা ও স্বচ্ছতা বজায় রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 27, 2026 7:47 PM IST
