কলকাতা: এসআইআর-এর শুনানি চলছে। এরই মধ্যে সাধারণ মানুষ থেকে বিখ্যাত মানুষদেরও প্রয়োজনে শুনানিতে ডাকছে কমিশন। এই আবহের মধ্যেই এবার জানা যাচ্ছে, এসআইআর নোটিস পাঠানো হয়েছে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার প্রসূন মুখোপাধ্যায়কে। এবং নোটিস পাঠানো হয়েছে তাঁর পুত্র রণজিৎ মুখোপাধ্যায়কেও।
কমিশন সূত্রে জানা গিয়েছে, ২০০২ সালের ভোটার তালিকায় প্রসূন মুখোপাধ্যায় এবং রণজিৎ মুখোপাধ্যায়ের নাম ছিল না। নিয়ম অনুযায়ী, যাদের নাম খসড়া তালিকায় নেই বা পুরনো তথ্যে গরমিল রয়েছে, তাদের সকলকেই ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ বা যৌক্তিক অসঙ্গতির কারণে নোটিস পাঠাচ্ছে কমিশন।
advertisement
রণজিৎ মুখোপাধ্যায় এই বিষয়ে জানিয়েছেন, “২০০২ সালে আমার বাবা উত্তরবঙ্গে আইজি (IG) পদে কর্মরত ছিলেন। সেই কারণেই সম্ভবত তৎকালীন তালিকায় নাম ছিল না।” তিনি আরও জানান, আগামী ১৪ বা ১৫ তারিখ তাঁদের এসডিও (SDO) অফিসে গিয়ে প্রমাণ করতে হবে যে তাঁরা বৈধ ভোটার।
নির্বাচন কমিশনের এই প্রক্রিয়া নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন রণজিৎ মুখোপাধ্যায়। তিনি বলেন, “বিজেপি যেটা ভেবেছিল যে রোহিঙ্গা বা মুসলিমদের নাম বাদ যাবে, বাস্তবে দেখা যাচ্ছে হিন্দুদেরই বেশি নাম বাদ যাচ্ছে। আমি ২০১৯ সালে কংগ্রেসের হয়ে ভোটে লড়াই করেছি, অথচ এখন আমাকে ভোটার হওয়ার প্রমাণ দিতে হচ্ছে। আমি যদি ১৪ তারিখ না যাই, তবে ভোটার লিস্ট থেকে আমার নাম বাদ চলে যাবে।”
