বৈধ নাগরিকদের নাম যাতে ভোটার তালিকা থেকে বাদ না যায় সেই লক্ষে তাঁদের সহযোগিতা করার উদ্দেশে রাজ্য কংগ্রেসের পক্ষ থেকে দলের সদর দফতর, জেলা অফিস এবং ব্লক অফিসগুলিতে হেল্পডেস্ক চালু হতে চলেছে আগামা ৩ নভেম্বর’২৫ থেকে।
advertisement
প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার জানিয়েছেন, ‘সহ-নাগরিকদের কাছে আমাদের আবেদন, আপনারা নির্ভয়ে, বিভ্রান্তি কাটিয়ে নিজের ভোটাধিকার সুনিশ্চিত রাখুন। এটা বাংলার ভোটার তথা অধিবাসীদের প্রতি আমাদের অঙ্গীকার।’ এদিন রাজ্য সভাপতি আরও বলেন, ‘প্রদেশ কংগ্রেস নির্বাচন কমিশনকে প্রশ্ন করছে, কেন তারা অযথা দ্রুততার সঙ্গে এই প্রক্রিয়া শুরু করছে? এবং প্রদেশ কংগ্রেসের এটাও দাবি কমিশন তার সময়সীমা আরও একটু বাড়ালে সাধারণ মানুষের পক্ষে তা সহায়ক হবে।’
এটাও একটা বড় প্রশ্ন ২০০২ সালের ভোটার তালিকা কেন শুধু মান্যতা পাবে? শুভঙ্কর সরকার বলেন, ‘আমাদের দাবি ২০০২-এর পরের হয়ে যাওয়া ভোটার তালিকাও একই ভাবে মান্যতা কেন পাবে না? একটি মৃত্যু হয়েছে আর যেন এমন পরিস্থিতির সম্মুখীন মানুষকে হতে না হয় সেই বিষয়ে নির্বাচন কমিশনকে সাবধান করছি আমরা।’ শুভঙ্কর সরকার আরও বলেন, ‘সকল বঙ্গবাসীর কাছে অনুরোধ আসুন সবাই মিলে নিজের গণতান্ত্রিক অধিকার রক্ষা করি এবং SIR- এর মাধ্যমে রচিত যে কোনও রাজনৈতিক ষড়যন্ত্রকে আমরা দৃঢ়ভাবে প্রতিহত করি।’
আবীর ঘোষাল
