TRENDING:

SIR West Bengal Update: খসড়া তালিকাতেই রাজ্যে বাদ পড়বে ৫৮ লক্ষ নাম? ১ কোটি ৭০ লক্ষ ভোটারের এসআইআর তথ্যে ত্রুটি পেল কমিশন

Last Updated:

কমিশন সূত্রে খবর, বিএলও-দের কাছে ভোটাররা যে তথ্য দিয়েছেন, তাতে ভুঁড়ি ভুঁড়ি অসঙ্গতি এবং ত্রুটি ধরা পড়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
২০০২-এর ভোটার তালিকার সঙ্গে মিলিয়ে এসআইআর প্রক্রিয়া করতে গিয়ে প্রায় ১ কোটি ৭০ লক্ষ ভোটারের নামে ত্রুটি পাওয়া গেল৷ বৃহস্পতিবারই ছিল বিএলও-দের কাছে এসআইআর-এর এনুমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ দিন৷ সেই সময়সীমা শেষ হওয়ার পর নির্বাচন কমিশনের কাছে জমা পড়া ভোটারদের তথ্যে এই ত্রুটি ধরা পড়েছে বলেই সূত্রের খবর৷ কমিশন সূত্রে আরও খবর, এ রাজ্যে খসড়া ভোটার তালিকায় ৫৮ লক্ষেরও বেশি নাম বাদ যেতে চলেছে৷
ফাইল ছবি৷
ফাইল ছবি৷
advertisement

কমিশন সূত্রে খবর, ২০০২ সালের ভোটার তালিকায় নাম ছিল কিন্তু পরবর্তীকালে মৃত্যু হয়েছে, এমন ২৪১৮৫৯৯ জন মৃত ভোটারের খোঁজ পাওয়া গিয়েছে এসআইআর প্রক্রিয়ায়৷ খোঁজ পাওয়া যায়নি এমন ভোটারের সংখ্যা ১২১২২৭৪৷ অন্যত্র চলে গিয়েছেন এমন ১৯৯১৯৬৬ ভোটারের খোঁজ মিলেছে৷ দুই অথবা একাধিক বিধানসভায় নাম রয়েছে এমন ভোটারের সংখ্যা ৫৭৬৮৭৷ সবমিলিয়ে খসড়া ভোটার তালিকায় ৫৮ লক্ষ ১৮ হাজার ৪৮৭ জন ভোটারের নাম বাদ যেতে পারে বলেই কমিশন সূত্রে খবর৷

advertisement

কমিশন সূত্রে খবর, বিএলও-দের কাছে ভোটাররা যে তথ্য দিয়েছেন, তাতে ভুঁড়ি ভুঁড়ি অসঙ্গতি এবং ত্রুটি ধরা পড়েছে৷ যেমন, ২৪ লক্ষ ২১ হাজার ১৩৩ জন এমন ব্যক্তির খোঁজ মিলেছে, যাঁদের নাতি অথবা নাতনির সংখ্যা ছ জনের বেশি৷ আবার ২০ লক্ষ ৭৪ হাজার ২৫৬ জনের ক্ষেত্রে দেখা গিয়েছে, তাঁদের বয়স ৪৫ বছরের বেশি হলেও ২০০২-এর ভোটার তালিকায় তাঁদের নাম নেই৷

advertisement

বাবার নামে অসঙ্গতি রয়েছে, এমন ৮৫ লক্ষ ১ হাজার ৪৮৬ জনকে চিহ্নিত করা গিয়েছে৷ বাবা মায়ের সঙ্গে ভোটারের বয়সের পার্থক্য ১৫ বছরের কম, এমন ১১ লক্ষ ৯৫ হাজার ২৩০ জনের খোঁজ মিলেছে৷ আবার ভোটারের সঙ্গে বাবা-মায়ের বয়সের পার্থক্য ৫০ বছরের বেশি, এমন ভোটারের ৮ লক্ষ ৭৭ হাজার ৭৩৬ জন৷ দাদু অথবা ঠাকুমার সঙ্গে বয়সের পার্থক্য ৪০ বছরের কম, এমন ৩ লক্ষ ২৯ হাজার ১৫২ জনকে চিহ্নিত করেছে কমিশন৷

advertisement

আবার অনেক ক্ষেত্রের তথ্যের গলদে বাবা হয়ে গিয়েছেন মা, মা হয়ে গিয়েছেন বাবা৷ এ ভাবে ১ কোটি ৬৭ লকষ ৪৫ হাজার ৯১১ জন ভোটারের তথ্যে ত্রুটি পাওয়া গিয়েছে বলে কমিশন সূত্রে খবর৷

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের শান্তিনিকেতন মানেই পৌষ মেলা, জেনে নিন কীভাবে শুরু হয়েছিল এই ঐতিহ্যবাহী মেলা
আরও দেখুন

কমিশন মনে করছে, প্রযুক্তিগত ত্রুটি অথবা তথ্যপঞ্জীর বিভ্রাটে ভোটারদের তথ্যে এই অসঙ্গতি দেখা দিতে পারে৷ আবার ইচ্ছাকৃত ভাবেও অনেকে ভুল তথ্য দিয়ে থাকতে পারেন৷ ভোটারদের তথ্যে এই ত্রুটিগুলি চিহ্নিত করে নিজেদের কাছে থাকা এনুমারেশন ফর্মের তথ্যের সঙ্গে সেগুলি মিলিয়ে দেখার জন্য বিএলও-দের নির্দেশ দেওয়া হয়েছে৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
SIR West Bengal Update: খসড়া তালিকাতেই রাজ্যে বাদ পড়বে ৫৮ লক্ষ নাম? ১ কোটি ৭০ লক্ষ ভোটারের এসআইআর তথ্যে ত্রুটি পেল কমিশন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল