বিএলও কবে আপনার বাড়িতে আসবেন, কীভাবে জানবেন?
যিনি যে বুথের ভোটার, সেই বুথেই বিএলও-র নাম এবং ফোন নম্বর সহ বিস্তারিত তথ্য থাকবে৷
এর পাশাপাশি, ভোটার মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও দফতরের ওয়েবসাইটে গিয়ে তাঁর এপিক নম্বর দিলে তাঁর এলাকার বিএলও-র নাম, মোবাইল নম্বর পেয়ে যাবেন৷ জেলাশাসকের ওয়েবসাইটেও এই তথ্য মিলবে৷ বিএলও-কে ফোন করেই জেনে নেওয়া যাবে কবে তিনি আসবেন৷
advertisement
এ ছাড়াও বিএলও কবে আসবেন, স্থানীয় ভাবে রাজনৈতিক দলগুলিও প্রচার করে তা ভোটারদের আগাম জানিয়ে দেবে বলেই মনে করা হচ্ছে৷
বর্তমান ভোটার তালিকায় যাঁদের নাম রয়েছে তাঁরা প্রত্যেকে এনুমারেশন ফর্ম পাবেন।
বিএলও বাড়িতে এসে কাউকে না পেলে কী হবে?
কোনও ভোটারকে বাড়িতে না পেলে সেই বাড়িতে সর্বাধিক তিন বার যেতে হবে একজন বিএলও-কে৷ তার পরেও তিনি সেই ভোটারকে না পেলে অথবা বাড়ি তালাবন্ধ থাকলে বিএলও বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অ্যাপের মাধ্যমে জানিয়ে দেবেন৷
প্রথম যেদিন বিএলও বাড়িতে আসবেন, সেদিন বাড়ি তালাবন্ধ থাকলে বিএলও চেষ্টা করবেন কোনওভাবে দরজার ফাঁক দিয়ে অথবা লেটার বক্সে এনুমারেশন ফর্ম রেখে যেতে৷ একই সঙ্গে সংশ্লিষ্ট বাড়িতে একটি নোটিসও সাঁটিয়ে দিয়ে আসবেন তিনি৷ পরের দিন তিনি কবে আবার ওই বাড়িতে আসবেন, ওই নোটিসে তার উল্লেখ থাকবে৷ ভোটারের খোঁজে এই ভাবে আরও দু দিন সেই বাড়িতে যাবেন বিএলও৷
বাড়ির কোনও একজন সদস্য উপস্থিত না থাকলে পরিবারের অন্য কোনও একজন প্রাপ্তবয়স্ক সদস্য বিএলও-র কাছ থেকে সই করে অনুপস্থিত সদস্যের এনুমারেশন ফর্ম নিয়ে নিতে পারবেন৷ এমন কি, অনুপস্থিত সদস্যের নথিও প্রয়োজনে বিএলও-কে দেখাতে পারবেন বাড়ির অন্য সদস্যরা৷ যাঁরা বিদেশে আছেন, তাঁরা অনলাইনে ফর্ম ডাউনলোড করে তা পূরণ করে জমা দিতে পারবেন৷ বিএলও-র সঙ্গে যোগাযোগ করে তাঁকে ফোনের মাধ্যমে নথি পাঠিয়ে দিতে পারবেন৷
কোনও ভোটার বাইরে থাকলে ৪ নভেম্বরের পর থেকে ৪ ডিসেম্বরের মধ্যে সরাসরি পশ্চিমবঙ্গ সিইও ওয়েরসাইটে গিয়ে তাঁর এনুমারেশন ফর্ম পূরণ করতে পারেন।
ফর্ম জমা দেওয়ার সময় কোনও নথি লাগবে?
ফর্ম দেওয়ার মতো ফর্ম জমা নিতেও একাধিকবার বাড়ি বাড়ি যাবেন বিএলও৷ ফর্ম জমা দেওয়ার সময় কোনও নথি দিতে হবে না৷ তবে ২০০২ সালের ভোটার তালিকায় ভোটারের নিজের অথবা তাঁর বাবা, মা, ঠাকুর্দা, ঠাকুমার নাম ছিল কি না, এনুমারেশন ফর্মে তার উল্লেখ করতে হবে৷ ফর্ম জমা নেওয়ার সময় সেই তথ্য যাচাই করে দেখবেন বিএলও৷
যাঁরা এনুমারেশন ফর্ম জমা দেবেন, তাঁদের নাম খসড়া ভোটার তালিকায় থাকবে৷ কিন্তু ফর্ম জমা না দিলে তালিকায় নাম উঠবেই না৷
