TRENDING:

বিহারে SIR নিয়ে হুলূস্থূল, এবার বাংলায় এসআইআর নিয়ে কী অবস্থান দলের, আজ দলীয় বৈঠকে বুঝিয়ে দেবেন অভিষেক

Last Updated:

SIR: সাড়ে ন' হাজার জনপ্রতিনিধি ও সাংগঠনিক পদাধিকারীদের নিয়ে অভিষেকের বৈঠক আজ, দলীয় নেতারা মনে করছেন, ভোটার তালিকায় সংশোধনের প্রক্রিয়ায় সাধারণ মানুষকে সহযোগিতা করলেই নির্বাচনী জনসংযোগের কাজ অনেকটাই হয়ে যাবে। তাই এই পর্বে কোনও খামতি রাখতে চাইছেন না তাঁরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বিহারের পরে এই রাজ্যেও এসআইআর (SIR) প্রক্রিয়া আসন্ন। সেই তালিকা ধরেই আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট হবে। ভোটার তালিকায় প্রতিটি নামের অন্তর্ভুক্তি ও বাতিলের প্রস্তাবে নজর রাখতে চলেছে তৃণমূল কংগ্রেস। এই প্রক্রিয়ায় জেলা থেকে বুথ পর্যন্ত দলের ভূমিকা নির্দিষ্ট করতে আজ বৈঠক ডেকেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
দল কোন পথে কাজ করবে   এসআইআর ইস্যুতে বার্তা দেবেন অভিষেক
দল কোন পথে কাজ করবে এসআইআর ইস্যুতে বার্তা দেবেন অভিষেক
advertisement

এস আই আর (SIR) ইস্যুতে দলের সমস্ত শ্রেণীর নেতাদের কাছে যথাযথ বার্তা আজ অভিষেক বন্দোপাধ্যায় দেখবেন। সোম বিকেলে সাংসদদের সঙ্গে বৈঠকে সেই প্রসঙ্গের কথা মনে করিয়ে দিয়েছেন খোদ দলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়। বুথ পিছু দলের ওই এজেন্ট নিয়োগের কাজও অনেকটা এগিয়েছে তৃণমূল। প্রাথমিক ভাবে আগেই জেলা, ব্লক ও অঞ্চল স্তরে দলের নেতাদের কিছু নির্দেশিকা দেওয়া হয়েছিল।

advertisement

আরও পড়ুন – India USA Russia Relation: সহ্যের সীমা এবার ভেঙে চুরচুর, ট্রাম্পের ফের ভয়ানক হুমকি, পাল্টা দিল ভারত, তেল নিয়ে বড় কথা রাশিয়ারও

এমনই একটি বৈঠকে ‘ত্রিস্তরীয় নজরদারি’র ব্যবস্থা তৈরি করতে বলেছিলেন অভিষেকই। সূত্রের দাবি, সেই প্রস্তুতিই আরও খানিকটা এগোতে চাইছেন দলীয় নেতৃত্ব। সেই কারণেই আজ সাংসদ, বিধায়ক, পুরসভা ও পঞ্চায়েতের জনপ্রতিনিধি ছাড়াও জেলা ও ব্লক সভাপতিদের নিয়ে বৈঠকে বাকি করণীয় স্থির করে দেবেন অভিষেক।

advertisement



দলীয় নেতারা মনে করছেন, ভোটার তালিকায় সংশোধনের প্রক্রিয়ায় সাধারণ মানুষকে সহযোগিতা করলেই নির্বাচনী জনসংযোগের কাজ অনেকটাই হয়ে যাবে। তাই এই পর্বে কোনও খামতি রাখতে চাইছেন না তাঁরা।সমস্ত জেলা নেতৃত্বের সঙ্গে আজকের বৈঠকে প্রায় ৯ হাজারের বেশি জনপ্রতিনিধি উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। ভিন রাজ্যে বাংলাভাষিদের উপর অত্যাচার হলেই স্থানীয় তৃণমূল নেতৃত্বকে দ্রুত পদক্ষেপ করা এবং তাঁর পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাভাষিদের হেনস্থার প্রতিবাদে পঞ্চায়েত ও বুথ স্তরে কী ভাবে আন্দোলন হবে, সে বিষয়ে আজকের বৈঠকে নির্দেশ দিতে পারেন অভিষেক।

advertisement

সাম্প্রতিক সময়ে তৃণমূলের তরফে বারবার অভিযোগ করা হচ্ছে, বিভিন্ন রাজ্যে কাজ করা পরিযায়ী শ্রমিকদের বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে এবং তাঁদের উপর অত্যাচার চালানো হচ্ছে ৷ আর এই ঘটনাকে বাঙালি অস্মিতায় আঘাত হিসাবেই দেখছে রাজ্যের শাসকদল । ইতিমধ্যেই এই নিয়ে রাজপথে নেমেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি প্রয়োজন পড়লে দিল্লি পর্যন্ত এই আন্দোলনকে নিয়ে যাওয়ার ইঙ্গিতও দিয়েছেন তাঁরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নিত্যনতুন গাছ লাগানোর শখ? 'এই' গাছ বাজার থেকে সুলভ মূল্যে কিনুন ফুল-ফল-বাহারি গাছ!
আরও দেখুন

Abir Ghosal

বাংলা খবর/ খবর/কলকাতা/
বিহারে SIR নিয়ে হুলূস্থূল, এবার বাংলায় এসআইআর নিয়ে কী অবস্থান দলের, আজ দলীয় বৈঠকে বুঝিয়ে দেবেন অভিষেক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল