নয়াদিল্লি: ২০১৬ সালের সিঙ্গুর মামলার রায় সেই সমস্ত বাণিজ্যিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য নয়, যারা জমির বদলে ক্ষতিপূরণ গ্রহণ করেছে ও এক দশক ধরে চলা মামলায় কোনওরকম অংশগ্রহণ করেনি।
তাৎপর্যপূর্ণ এই পর্যবেক্ষণ করে কলকাতা হাইকোর্টের রায় খারিজ করে দিল সর্বোচ্চ আদালতের বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ।
advertisement
টাটাদের কারখানার জন্য বাম আমলে সিঙ্গুরে যে জমি অধিগ্রহণ করা হয়েছিল, তাতে ছিল মেসার্স শান্তি সেরামিক্স প্রাইভেট লিমিটেডের ২৮ বিঘা জমি ও তাতে তৈরি কারখানা। এর জন্য সেই সময় তাদের সাড়ে ১৪ কোটি টাকার বেশি ক্ষতিপূরণ দেওয়া হয় সংস্থাকে।
পরবর্তীতে ২০১৬ সালে সুপ্রিম কোর্টের রায়কে হাতিয়ার করে নিজেদের জমি ফেরত চায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। রাজ্য তাদের আবেদনে গুরুত্ব না দেওয়ায় তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। সর্বোচ্চ আদালতের নির্দেশ অনুকরণ করে প্রথমে সিঙ্গল বেঞ্চ ও পরবর্তীতে ডিভিশন বেঞ্চ রাজ্যকে তাদের জমি ফেরত দেওয়ার নির্দেশ দিলে সুপ্রিম কোর্টে আসে রাজ্য সরকার। এদিন সেই মামলার রায়দানে হাই কোর্টের নির্দেশ খারিজ করে দেয় শীর্ষ আদালত।