অবশেষে শিলিগুড়ির বিধায়কের প্রস্তাব খতিয়ে দেখা হবে বলে রেলমন্ত্রক চিঠি দিয়ে জানাল। রাতের ট্রেনের ব্যাপারে প্রয়োজনীয় সব দিক খতিয়ে দেখার কথা জানানো হয়েছে। বিধায়ক শঙ্কর ঘোষ জানিয়েছেন, সম্মাননীয় রেলমন্ত্রী মহাশয়ের সঙ্গে দিল্লি গিয়ে সাক্ষাৎ করবার পরবর্তীতে যে দাবিগুলো করেছিলাম, তার একটি দাবি সম্পর্কে মাননীয় রেলমন্ত্রী দ্বারা সূচনা দেওয়া হলো।যে সব দাবি রেলমন্ত্রীর কাছে জানানো হয়েছিল তা হল-
advertisement
প্রথমত, রাতের ট্রেন সংযোগ: NJP (শিলিগুড়ি) থেকে শিয়ালদহ স্টেশন (কলকাতা) রাত ১০.৩০ টার পরে এক রাত্রিকালীন ট্রেন সংযোজন করতে হবে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মধ্যে রাতের সংযোগের জন্য এই দাবি জানানো হয়েছে। দ্বিতীয়ত, দক্ষিণ ভারতে ট্রেন: কোচবিহার/আলিপুরদুয়ার থেকে কলকাতা এবং তারপর দক্ষিণ ভারতের জন্য একটি ট্রেন। তৃতীয়ত, পটনা যাওয়ার ট্রেন: শিলিগুড়ি থেকে পটনা পর্যন্ত একটি ট্রেন। চতুর্থত, বন্দে ভারত স্লিপার কোচ: যাত্রীদের আরাম এবং সুবিধা বৃদ্ধির জন্য বন্দে ভারত স্লিপার কোচের প্রবর্তন। পঞ্চমত, মেট্রো বা মনোরেল: শহুরে গতিশীলতা এবং সংযোগ ব্যবস্থাকে উন্নত করতে শিলিগুড়ি থেকে খড়িবাড়িতে মেট্রো বা মনোরেল চালু করা।
এছাড়াও ষষ্ঠত ডিআরএম অফিস: রেল প্রশাসন এবং পরিষেবাগুলিকে আরও শক্তিশালী করার জন্য নিউ জলপাইগুড়িতে একটি ডিআরএম অফিস স্থাপন। সপ্তমত ছোট যানবাহন এবং ফুট ওভার ব্রিজ: নিরাপদ এবং সুবিধাজনক যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করতে শিলিগুড়ি টাউন স্টেশনের কাছে বাগরাকোটের জন্য একটি ছোট যান এবং ফুট ওভার ব্রিজ নির্মাণ। অষ্টমত ঐতিহ্যের স্বীকৃতি: শিলিগুড়ি টাউন স্টেশনের ঐতিহাসিক তাৎপর্য রক্ষা এবং পর্যটনকে উন্নীত করার জন্য ঐতিহ্যের স্বীকৃতি। নবমত রেললাইন ডাইভারশনের জন্য সমীক্ষা: যানজট কমাতে এবং নিরাপত্তা বাড়াতে শিলিগুড়ি শহরের বাইরে রেললাইন ডাইভারশনের সম্ভাব্যতা নিয়ে একটি সমীক্ষা করা। দশমত সব ঠিক থাকলে এপ্রিলের মধ্যে নসিপুর রেল ব্রিজ দিয়ে নতুন ট্রেন চলবে।ভারতীয় রেল আধিকারিকদের বক্তব্য দেশের উত্তর পূর্ব ভারতে বাড়তে চলেছে রেলের পরিকাঠামো। ফলে শিলিগুড়ির দিকে বাড়তি নজর রয়েছে রেলের।