রক্ষণাবেক্ষণের কাজের জন্য শিলিগুড়ি পুরসভা এলাকায় গত শুক্রবার থেকেই বন্ধ রাখা হয়েছে পানীয় জল। কার্যত শুক্রবার সকাল থেকেই মাথায় হাত স্থানীয়দের। তবে পুরসভা এ নিয়ে নানা আশ্বাস দিয়েছে। সেই সঙ্গেই পুরসভার তরফে জলের ট্যাঙ্ক পাঠানো হচ্ছে বিভিন্ন এলাকায়। পুরসভা সূত্রে জানা গিয়েছে, নতুন জলাধার প্রকল্প বা ইনটেক ওয়েল করা হয়েছে। শহরের পানীয় জলের সুব্যবস্থার জন্য়ই এটা করা হয়েছে। নতুন ইনটেক ওয়েলের সঙ্গে পুরনো ব্যবস্থার সংযুক্তিকরণের প্রয়োজন রয়েছে। সেকারণেই দুদিন ধরে কাজ করা হবে। আর সেই কাজ করার জন্য এই পানীয় জলের সরবরাহ বন্ধ রাখা হবে।
advertisement
বিধানসভায় শঙ্কর জানান, পানীয় জলের সমস্যা বাড়ছে। এলাকায় বহু কুয়ো রয়েছে। কিন্তু সেগুলো করপোরেশন পরিষ্কার করছে না। এর আগে ২০ দিন দূষিত পানীয় জল পেয়েছে শিলিগুড়ি। অন্তত এবার কুয়োর জন্য টাকা বরাদ্দ করা হোক। পুর ও নগরায়ন দফতর এই বিষয়ে ব্যবস্থা করুক।
এই প্রস্তাবের পর মন্ত্রী অরূপ বিশ্বাস এবারের উপনির্বাচনে তৃণমূলের ব্যপক জয়ের কথা মনে করিয়ে দেন। তিনি, “আপনার সাথে আমার দ্বিমত নেই। কিন্তু আপনাকে কে বলল উন্নয়ন করার টাকা নেই সরকারের কাছে? উন্নয়ন না হলে কি এই ৬-০ ফল হত?”