বিশ্ববিদ্যালয় বিজ্ঞপ্তিতে জানিয়েছে স্নাতকোত্তর স্তরের দ্বিতীয় এবং চতুর্থ সেমিস্টার ও স্নাতক স্তরের তৃতীয় চতুর্থ ও ষষ্ঠ সেমিস্টারের ছাত্র ছাত্রীরাই আপাতত এই সুযোগ পাবেন। বিশ্ববিদ্যালয় তরফের বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে শুধুমাত্র ইভেন সেমিস্টারের ছাত্র-ছাত্রীরা আপাতত এই সুযোগ পাবেন। তবে সে ক্ষেত্রে এই টাকা সরাসরি সেই ছাত্র-ছাত্রীদের ব্যাংক একাউন্টে দেওয়া হবে। ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের তরফে ছাত্র-ছাত্রীদের নাম,তার রেজিস্ট্রেশন নম্বর,রোল নম্বর, বিষয়, সেমিস্টার এবং মোবাইল নম্বর চাওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে ছাত্র-ছাত্রীদের থেকে এই বিস্তারিত তথ্য গুলি পাওয়ার পরপরই এই টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে। গতবছর করোনা সংক্রমনের প্রথম পর্যায় স্যানিটাইজার তৈরি থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে পাশে দাঁড়িয়েছিল পুরুলিয়ার এই বিশ্ববিদ্যালয়।এবার অনলাইনে ক্লাস করানোর জন্য ছাত্র-ছাত্রীদের ৫০০ টাকা দেওয়ার সিদ্ধান্ত কে ইতিবাচক বলেই মনে করছে বিশ্ববিদ্যালয়ের একাংশ।
advertisement
তবে জঙ্গলমহলের এই বিশ্ববিদ্যালয় এই ধরনের নজিরবিহীন সিদ্ধান্ত নিলেও কলকাতা বাজার সংলগ্ন কোন বিশ্ববিদ্যালয় এই সিদ্ধান্ত নিতে পারেনি। যদিও করোনা সংক্রমণে প্রথম পর্যায়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের একাংশ ইন্টারনেট ব্যবহারের জন্য ছাত্র-ছাত্রীদের মোবাইল সহ একাধিক দাবি তুলেছিল। কিন্তু কার্যত তা সেই ভাবে বাস্তবায়িত হয়নি। রাজ্যের মধ্যে কার্যত প্রথম কোন বিশ্ববিদ্যালয় এই ধরনের সিদ্ধান্ত নিল বলেই দাবি অধ্যাপকদের একাংশের। বর্তমানে ইন্টারনেট ব্যবহারের খরচ অনেকটাই কমেছে। বলতো এক্ষেত্রে ছাত্রছাত্রীদের কাছে ইন্টারনেট ব্যবহার আরও সহজলভ্য হবে বলেই মনে করা হচ্ছে। অনেকেই দাবি করছেন রাজ্যের মধ্যে প্রথম কোন বিশ্ববিদ্যালয়ে এই ধরনের সিদ্ধান্ত নিয়ে কার্যত পথ দেখাল।
SOMRAJ BANDOPADHYAY
