পরিবার সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে তাঁর জ্বর, গলা ব্যথা ও অসুস্থতার উপসর্গ দেখা যাচ্ছিল। চিকিৎসকদের পরামর্শ মেনে ওষুধ চলছিল, কিন্তু শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় মঙ্গলবার রাতেই বাইপাসের ধারের অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। তবে সমস্যা অন্য, তেমনই জানা যাচ্ছে। মূত্রনালির সংক্রমণের জন্য তাঁকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে।
advertisement
একের পর এক নেতা খুন! ‘আইন-শৃঙ্খলার ভার কি শুধু ওসিদের উপর?’ গর্জে উঠলেন মমতা!
জবা ফুল ফুটবে টবেও! মানুন এই ৯টি নিয়ম, প্রতি দিন পুজোর ফুলে উপচে পড়বে গাছ!
সূত্রের খবর, মঙ্গলবার ইডেনে এসেছিলেন সৌরভ। কিন্তু মায়ের অসুস্থতার খবর পেয়ে সঙ্গে সঙ্গে হাসপাতালে পৌঁছে যান। চিকিৎসকরা জানিয়েছেন, নিরুপা দেবী ইউরিনাল ইনফেকশনে ভুগছেন। বর্তমানে তাঁর বয়স ৭৬ বছর। সৌরভ গঙ্গোপাধ্যায়, তাঁর স্ত্রী ডোনা ও ভাই স্নেহাশিস হাসপাতালে রয়েছেন। স্নেহাশিসের স্ত্রী অর্পিতা বিলাসপুরে কর্মসূত্রে থাকলেও জানিয়েছেন, উদ্বেগের কিছু নেই, চিকিৎসকের নির্দেশ মেনে চিকিৎসা চলছে।
এর আগে নিরুপা দেবী করোনা আক্রান্ত হয়েছিলেন এবং গত বছর হৃদরোগে আক্রান্ত হয়ে দীর্ঘ ১৭ দিন হাসপাতালে ভর্তি ছিলেন। তখনই হাসপাতালে জন্মদিন পালন করেছিলেন সৌরভ।