TRENDING:

দমদমপার্কে দিনের আলোয় শ্যুটআউট, প্রোমোটারকে লক্ষ্য করে গুলি

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ফের কলকাতায় গুলি ৷ দমদম পার্কে প্রোমোটারকে গুলি করল দুই দুষ্কৃতী ৷ নির্মীয়মাণ বহুতলের সামনে গুলি ৷ গুলিবিদ্ধ প্রোমোটার শেখর পোদ্দার ৷ প্রোমোটারের ডান হাতে গুলি লাগে ৷ গুরুতর অবস্থায় হাসপাতালে ভরতি প্রোমোটার ৷ বাইকে করে এসে গুলি চালায় দুষ্কৃতীরা ৷
advertisement

পুরোনো শত্রুতা ? নাকি সিণ্ডিকেট বিবাদ ? বাইক আরোহী ২ দুষ্কৃতীর খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ নির্মীয়মাণ বহুতলের সামনেই প্রোমোটারকে লক্ষ্য করে চলল গুলি ৷ গুরুতর জখম প্রমোটার হাসপাতালে ভর্তি ৷ কি কারণে খুন করার চেষ্টা করা হল প্রমোটারকে ?  খতিয়ে দেখছে পুলিশ ৷

আরও পড়ুন: জঙ্গিদের আঁতুরঘর পাকিস্তান, অক্সফোর্ড ইউনিভার্সিটির রিপোর্টে উঠে এল চাঞ্চল্যকর তথ্য

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

সকালে ১১টায় ৷ ক্রেতাকে ফ্ল্যাট ঘুরিয়ে দেখাচ্ছিলেন প্রোমোটার ৷ সেই সময়ই আচমকাই বাইকে করে ২ দুষ্কৃতী আসে ঘটনাস্থলে ৷ দুই দুষ্কৃতীকে চিহ্নিত করেছে পুলিশ ৷ দুই দুষ্কৃতীর নাম রাজেশ নায়েক ও বাবু নায়েক ৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
দমদমপার্কে দিনের আলোয় শ্যুটআউট, প্রোমোটারকে লক্ষ্য করে গুলি