কীভাবে বাগরির আগুন? আগুন কি লাগানো হয়েছিল? ২ বাইক আরোহীর আচরণ ঘিরে সন্দেহ তৈরি হল ৷
গত ১৬ সেপ্টেম্বর। রাত তখন ২টো বেজে ১৫ মিনিট। আচমকাই আগুন দেখা যায় বাগরি মার্কেটের কাছে। পোস্টের নীচে থাকা একটি বক্স থেকে আগুন ছড়ায় রাস্তার ধারে থাকা ডালায়। আগুন তখন একটু একটু করে বড় হচ্ছে। ঠিক সেই সময়েই দুই যুবককে দেখা যায়, গতিতে বাইক চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে। ছবিতে আরও দু’জনকে দৌড়ে পালাতে দেখা গিয়েছে।
advertisement
আরও পড়ুন: বাগরি মার্কেটের ওষুধ বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করল স্টেট ড্রাগ কন্ট্রোল
আগুন দেখে আশপাশের লোকজন ছুটে যাচ্ছিলেন ঘটনাস্থলে। কিন্তু, ঘটনার সময়ের সেই ভিডিওতেই ধরা পড়েছে দুই যুবকের উলটো আচরণ। যার জেরে উঠছে বেশ কিছু প্রশ্ন ৷ আগুন নেভানোর চেষ্টা না করে দুই যুবক বাইক ছুটিয়ে পালাল কেন? তাদের কি ভিন্ন কোনও উদ্দেশ্য ছিল? অত রাতে বাইক নিয়ে কী করছিল তারা?
বাগরি মার্কেটের আগুন কি লাগানো হয়েছিল? এমন সন্দেহও উঠে আসছে বারবার। তাই দুই যুবককে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে। খতিয়ে দেখা হচ্ছে আশপাশের সিসিটিভি ফুটেজ।